, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


নকআউট পর্বে যে ক্লাবের বিপক্ষে লড়বে গ্রুপ চ্যাম্পিয়ন মেসির মায়ামি

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৩ ০১:৩৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৩ ০১:৩৯:৫১ অপরাহ্ন
নকআউট পর্বে যে ক্লাবের বিপক্ষে লড়বে গ্রুপ চ্যাম্পিয়ন মেসির মায়ামি
এবার লিওনেল মেসির জাদুতে গ্রুপপর্বের দুই ম্যাচের দুটিতেই জিতে লিগস কাপের নকআউট পর্বে এসেছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে শেষ মুহূর্তে (৯০+৪) গোল করে ২-১ ব্যবধানে ক্রুজ আজুলকে হারায় মেসিরা। পরের ম্যাচে মেসি ও রবার্ত টেইলরের জোড়া গোলে ভর করে আটলান্টা ইউনাইটেডকে উড়িয়ে দেয় ৪-০ গোলে।

তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে লিগস কাপের শেষ ৩২ তথা নকআউট পর্বে জায়গা করে নেয় ইন্টার মায়ামি। স্থানীয় সময় রবিবার নকআউটপর্বে মেসি-বুসকেটসদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। আগামী ২ আগস্ট বুধবার নকআউট পর্বের (শেষ ৩২) ম্যাচে আরেক গ্রুপের চ্যাম্পিয়ন দল অর্লান্ডো সিটির মুখোমুখি হবে।

এই ম্যাচ মেসিরা জিতলে শেষ ষোলোতে মেক্সিকান ক্লাব মাজাতলান অথবা স্বদেশি ক্লাব এফসি ডালাসকে পাবে। ৬ থেকে ৮ আগস্টের মধ্যে হবে শেষ ষোলোর ম্যাচ। এরপর ১১ থেকে ১২ আগস্টের মধ্যে হবে কোয়ার্টার ফাইনাল।

দুটি সেমিফাইনাল হবে ১৫ আগস্ট। আর ফাইনাল হবে ১৯ আগস্ট। মেসির বাম পায়ের জাদু ও প্রভাবে মায়ামি এ যাত্রায় কতোদূর যেতে পারে দেখার বিষয়।
ছাত্রদের উপদেষ্টা করলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন বাদ যাবে: প্রশ্ন আসিফের

ছাত্রদের উপদেষ্টা করলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন বাদ যাবে: প্রশ্ন আসিফের