এবার লিওনেল মেসির জাদুতে গ্রুপপর্বের দুই ম্যাচের দুটিতেই জিতে লিগস কাপের নকআউট পর্বে এসেছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে শেষ মুহূর্তে (৯০+৪) গোল করে ২-১ ব্যবধানে ক্রুজ আজুলকে হারায় মেসিরা। পরের ম্যাচে মেসি ও রবার্ত টেইলরের জোড়া গোলে ভর করে আটলান্টা ইউনাইটেডকে উড়িয়ে দেয় ৪-০ গোলে।
তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে লিগস কাপের শেষ ৩২ তথা নকআউট পর্বে জায়গা করে নেয় ইন্টার মায়ামি। স্থানীয় সময় রবিবার নকআউটপর্বে মেসি-বুসকেটসদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। আগামী ২ আগস্ট বুধবার নকআউট পর্বের (শেষ ৩২) ম্যাচে আরেক গ্রুপের চ্যাম্পিয়ন দল অর্লান্ডো সিটির মুখোমুখি হবে।
এই ম্যাচ মেসিরা জিতলে শেষ ষোলোতে মেক্সিকান ক্লাব মাজাতলান অথবা স্বদেশি ক্লাব এফসি ডালাসকে পাবে। ৬ থেকে ৮ আগস্টের মধ্যে হবে শেষ ষোলোর ম্যাচ। এরপর ১১ থেকে ১২ আগস্টের মধ্যে হবে কোয়ার্টার ফাইনাল।
দুটি সেমিফাইনাল হবে ১৫ আগস্ট। আর ফাইনাল হবে ১৯ আগস্ট। মেসির বাম পায়ের জাদু ও প্রভাবে মায়ামি এ যাত্রায় কতোদূর যেতে পারে দেখার বিষয়।
তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে লিগস কাপের শেষ ৩২ তথা নকআউট পর্বে জায়গা করে নেয় ইন্টার মায়ামি। স্থানীয় সময় রবিবার নকআউটপর্বে মেসি-বুসকেটসদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। আগামী ২ আগস্ট বুধবার নকআউট পর্বের (শেষ ৩২) ম্যাচে আরেক গ্রুপের চ্যাম্পিয়ন দল অর্লান্ডো সিটির মুখোমুখি হবে।
এই ম্যাচ মেসিরা জিতলে শেষ ষোলোতে মেক্সিকান ক্লাব মাজাতলান অথবা স্বদেশি ক্লাব এফসি ডালাসকে পাবে। ৬ থেকে ৮ আগস্টের মধ্যে হবে শেষ ষোলোর ম্যাচ। এরপর ১১ থেকে ১২ আগস্টের মধ্যে হবে কোয়ার্টার ফাইনাল।
দুটি সেমিফাইনাল হবে ১৫ আগস্ট। আর ফাইনাল হবে ১৯ আগস্ট। মেসির বাম পায়ের জাদু ও প্রভাবে মায়ামি এ যাত্রায় কতোদূর যেতে পারে দেখার বিষয়।