, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি টাকার টোল আদায়

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৩ ০৩:০৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৩ ০৩:০৯:৩২ অপরাহ্ন
বঙ্গবন্ধু সেতুতে একদিনে ২ কোটি টাকার টোল আদায় ফাইল ছবি
ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ। ফলে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ।

একদিনেই টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ হাজার টাকা। এ সময়ে সেতুটি দিয়ে পার হয়েছে ৩০ হাজারের বেশি যানবাহন।

সোমবার (২৬ জুন) বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েকদফা টোলআদায় বন্ধ রাখা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। তারা আরও জানায়, সোমবার সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হচ্ছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস