ঈদের ছুটির আগেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ। ফলে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ।
একদিনেই টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ হাজার টাকা। এ সময়ে সেতুটি দিয়ে পার হয়েছে ৩০ হাজারের বেশি যানবাহন।
সোমবার (২৬ জুন) বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েকদফা টোলআদায় বন্ধ রাখা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। তারা আরও জানায়, সোমবার সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হচ্ছে।
একদিনেই টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ হাজার টাকা। এ সময়ে সেতুটি দিয়ে পার হয়েছে ৩০ হাজারের বেশি যানবাহন।
সোমবার (২৬ জুন) বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েকদফা টোলআদায় বন্ধ রাখা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা। তারা আরও জানায়, সোমবার সকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হচ্ছে।