, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আফগানিস্তানের ৩টি প্রদেশে মানুষসহ জীবন্ত কোন প্রাণীর ছবি দেখানো নিষিদ্ধ

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ০২:৪৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ০২:৪৩:৪৩ অপরাহ্ন
আফগানিস্তানের ৩টি প্রদেশে মানুষসহ জীবন্ত কোন প্রাণীর ছবি দেখানো নিষিদ্ধ
এবার আফগানিস্তানের তালেবান সরকার মানুষসহ ‌যেকোনো জীবন্ত প্রাণীর ছবি প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে । ইতোমধ্যে, তাখার, কান্দাহার ও মায়দান ওয়ার্দাক প্রদেশকে জীবন্ত কিছুর ছবি দেখানো বন্ধ করতে বলা হয়েছে। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তালেবান সরকারের প্রতিনিধিরা ইতোমধ্যে স্থানীয় মিডিয়ার লোকজনের সাথে দেখা করে বলেছে যে এ নিয়মটি তাদের ক্ষেত্রেও প্রয়োজ্য।

তবে, এমন পদক্ষেপের বিরুদ্ধ সাংবাদিকতা ও নাগরিক স্বাধীনতা গোষ্ঠীগুলো ব্যাপক সমালোচনা করেছে। ন্যায় প্রচার ও অন্যায় রোধ মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার বলেন, নতুন নৈতিকতা আইনের অংশ হিসেবে এ আদেশটি গোটা দেশেই আরোপ করা হবে।

এদিকে ছবির উপর এই নিষেধাজ্ঞা হচ্ছে, তালেবানের ইসলামের ব্যাখ্যা-সম্বলিত নতুন অনুমোদিত আইনের অংশ। এই আইনে মুসলমানদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা কিংবা ইসলামি আইন লঙ্ঘন করা নিষেধ করা হয়েছে । তাছাড়া এতে নারীদের অধিকারও কমানো হয়েছে।

উল্লেখ্য, ইরান ও সৌদি আরবসহ অন্য কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ একই ধরনের বিধিনিষেধ আরোপ করে না। ৯০-এর দশকের শেষের দিকে তালেবান শাসনের সময়, তালেবানরা বেশিরভাগ টেলিভিশন, রেডিও এবং সংবাদপত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছিলো।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস