এবার রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোট ২৪ জনকে আটক করেছে র্যাব। এতে দুই চেয়ারম্যান প্রার্থীর অন্তত ৬ সমর্থক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ভোট চলাকালীন সময়ে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থদের মাঝে সংঘর্ষ শুরু হয়। হামলার ঘটনায় বাড়ানো হয় গোয়েন্দা তৎপরাতা। তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক জানান, সকালে গোপাল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে বিছিন্ন একটি ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সেখানে এখন গ্রহণ চলছে বলেও জানান তিনি।