এবার রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোট ২৪ জনকে আটক করেছে র্যাব। এতে দুই চেয়ারম্যান প্রার্থীর অন্তত ৬ সমর্থক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ভোট চলাকালীন সময়ে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থদের মাঝে সংঘর্ষ শুরু হয়। হামলার ঘটনায় বাড়ানো হয় গোয়েন্দা তৎপরাতা। তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক জানান, সকালে গোপাল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে বিছিন্ন একটি ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সেখানে এখন গ্রহণ চলছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ভোট চলাকালীন সময়ে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থদের মাঝে সংঘর্ষ শুরু হয়। হামলার ঘটনায় বাড়ানো হয় গোয়েন্দা তৎপরাতা। তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক জানান, সকালে গোপাল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে বিছিন্ন একটি ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সেখানে এখন গ্রহণ চলছে বলেও জানান তিনি।