কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা শরিফুল ইসলামকে (৩৯) চারটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গত (১৩ ডিসেম্বর) বুধবার উলিপুর থানায় মোটরসাইকেল চুরির একটি মামলা হয়।মামলার সূত্র ধরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার তবকপুর এলাকা থেকে চারটি মোটরসাইকেলসহ শরিফুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলার রাজারহাট এলাকা হতে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে আরো তিনটি মোটরসাইকেলের সন্ধান পায়। সেই সূত্র ধরে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি অন্য জেলা থেকেও মোটরসাইকেল চুরি করে আনতো।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া রুহুল আমীন বলেন, উলিপুর থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযান চালায় পুলিশ। চুরি হওয়া মোটরসাইকেলের অভিযানে আরো তিনটি মোটরসাইকেলসহ চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
জানা গেছে, গত (১৩ ডিসেম্বর) বুধবার উলিপুর থানায় মোটরসাইকেল চুরির একটি মামলা হয়।মামলার সূত্র ধরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার তবকপুর এলাকা থেকে চারটি মোটরসাইকেলসহ শরিফুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলার রাজারহাট এলাকা হতে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে আরো তিনটি মোটরসাইকেলের সন্ধান পায়। সেই সূত্র ধরে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি অন্য জেলা থেকেও মোটরসাইকেল চুরি করে আনতো।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া রুহুল আমীন বলেন, উলিপুর থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযান চালায় পুলিশ। চুরি হওয়া মোটরসাইকেলের অভিযানে আরো তিনটি মোটরসাইকেলসহ চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।