‘নৌকায় ভোট দিতে ইচ্ছা না হলে বিএনপির ভাইদের কেন্দ্রে যাওয়ার দরকার নাই। আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী, আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি সে-ই আমাদের এমপি হবে।’ টাঙ্গাইলের মির্জাপুরে বার্ষিক ওয়াজ মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এ কথা বলেছেন। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত রোববার রাতে উপজেলার ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন।
ওই বক্তব্যে আব্দুর রউফ চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘আগামী ৭ তারিখ নির্বাচন। আপনারা কেউ ঝগড়া করবেন না। ঝগড়া করবেন না তার কারণ, বিএনপি কিন্তু নির্বাচনে আসেনি। খালি আওয়ামী লীগ নির্বাচনে আসছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, আরেকজন বিদ্রোহী দাঁড়াইছে। তার অবস্থা জানেন। অসুস্থ মানুষ, হঠাৎ করে উদ্যোগ নিয়েছে। আশা করব বিএনপির ভাইয়েরা যদি নৌকা মার্কায় ভোট দিতে ইচ্ছুক না হন, তাহলে আর কেন্দ্রে যাওয়ার দরকার নাই। তার কারণ আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী। আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি, সে-ই আমাদের এমপি হবে। ঠিক কিনা?’
এদিকে ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাঁরা বলেন, যেখানে সরকার ও নির্বাচন কমিশন একটি স্বতঃস্ফূর্ত উৎসবমুখর নির্বাচন করতে ভোটারদের নানাভাবে ভোটকেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে, সেখানে তাঁর এই বক্তব্য খুবই দুঃখজনক।
এ ব্যাপারে বক্তব্য জানতে ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের ব্যক্তিগত মোবাইলে নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম এ ব্যাপারে বলেন, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গত রোববার রাতে উপজেলার ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন।
ওই বক্তব্যে আব্দুর রউফ চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘আগামী ৭ তারিখ নির্বাচন। আপনারা কেউ ঝগড়া করবেন না। ঝগড়া করবেন না তার কারণ, বিএনপি কিন্তু নির্বাচনে আসেনি। খালি আওয়ামী লীগ নির্বাচনে আসছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, আরেকজন বিদ্রোহী দাঁড়াইছে। তার অবস্থা জানেন। অসুস্থ মানুষ, হঠাৎ করে উদ্যোগ নিয়েছে। আশা করব বিএনপির ভাইয়েরা যদি নৌকা মার্কায় ভোট দিতে ইচ্ছুক না হন, তাহলে আর কেন্দ্রে যাওয়ার দরকার নাই। তার কারণ আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী। আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি, সে-ই আমাদের এমপি হবে। ঠিক কিনা?’
এদিকে ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাঁরা বলেন, যেখানে সরকার ও নির্বাচন কমিশন একটি স্বতঃস্ফূর্ত উৎসবমুখর নির্বাচন করতে ভোটারদের নানাভাবে ভোটকেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে, সেখানে তাঁর এই বক্তব্য খুবই দুঃখজনক।
এ ব্যাপারে বক্তব্য জানতে ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের ব্যক্তিগত মোবাইলে নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম এ ব্যাপারে বলেন, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।