ট্রেনে ছোড়া ঢিল লেগে ডান চোখ হারাতে বসেছেন চাকরিপ্রত্যাশী তরুণ রবিউল ইসলাম (২৩)। গতকাল বুধবার (১৭ মে) রাতে ট্রেনে ঢাকায় আসার পথে ঢিলের আঘাত লাগে তার ডান চোখে। এরপর থেকে সেই চোখে কিছু দেখতে পাচ্ছেন না রবিউল।
জানা যায়, চাকরির পরীক্ষা দিতে নাটোরের বাগাতিপাড়া থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসছিল রবিউল। ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ সেতুতে ওঠার আগে বাইরে থেকে ছুটে আসা একটি পাথর ডান চোখে লাগলে ট্রেনেই চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি।
রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর বলেন, রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ ব্রিজে ওঠার আগে বাইরে থেকে কেউ পাথর ছুড়ে মারে। পাথরটি রবিউলের চোখে লাগায় সে অচেতন হয়ে পড়েন। বিমানবন্দর স্টেশনে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, রবিউলকে আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে।
জানা যায়, চাকরির পরীক্ষা দিতে নাটোরের বাগাতিপাড়া থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসছিল রবিউল। ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ সেতুতে ওঠার আগে বাইরে থেকে ছুটে আসা একটি পাথর ডান চোখে লাগলে ট্রেনেই চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি।
রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর বলেন, রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ ব্রিজে ওঠার আগে বাইরে থেকে কেউ পাথর ছুড়ে মারে। পাথরটি রবিউলের চোখে লাগায় সে অচেতন হয়ে পড়েন। বিমানবন্দর স্টেশনে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, রবিউলকে আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে।