সাইফুল্লাহ,ঢাকা: রাজধানী মোহাম্মদপুরে ময়ূর ভিলার সামনে মিডলাইন পরিবহন বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে আটক হয় শাহিন (২৪) ও আবু বক্কর সিদ্দিক (২৪)। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মাদপুর থানা পুলিশ। আটককৃতরা যুবদল কর্মী বলে দাবি করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো বাসটি পুড়ে যায়।
বাসের চালক তারেক বলেন, আমাদের সর্বশেষ স্টেশন এটি। আমরা যাত্রী নামিয়ে বাস ঘুরিয়ে ফেলি। মাঝখানে হঠাৎ করে আগুন ধরিয়ে দেয়। আমি তখন দ্রুত জানালার কাচ ভেঙে বাস থেকে নেমে পড়ি। আগুন দেওয়ার সময় হাতেনাতে দুইজনকে আটক করে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন, মোহাম্মদপুর ময়ূর ভিলার বিপরীত পাশে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয় দুই যুবক। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করি। তবে আগুনে পুরো বাসটি পুড়ে যায়।
তিনি বলেন, তারা দুজন যুবদল কর্মী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর পেছনে কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাসের চালক তারেক বলেন, আমাদের সর্বশেষ স্টেশন এটি। আমরা যাত্রী নামিয়ে বাস ঘুরিয়ে ফেলি। মাঝখানে হঠাৎ করে আগুন ধরিয়ে দেয়। আমি তখন দ্রুত জানালার কাচ ভেঙে বাস থেকে নেমে পড়ি। আগুন দেওয়ার সময় হাতেনাতে দুইজনকে আটক করে পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন, মোহাম্মদপুর ময়ূর ভিলার বিপরীত পাশে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয় দুই যুবক। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করি। তবে আগুনে পুরো বাসটি পুড়ে যায়।
তিনি বলেন, তারা দুজন যুবদল কর্মী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর পেছনে কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।