এবার নিজ দলের প্রার্থীর বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে এক কৃষকের বাড়িতে পাটি বিছিয়ে ভাত খেয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বঙ্গবীরের এমন মানসিকতাকে সবাই সাধুবাদ জানিয়েছেন।
গতকাল রবিবার ১০ ডিসেম্বর দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় গ্রামের গৌরাঙ্গ লাল দাসের বাড়ির উঠানে পাটি বিছিয়ে দুপুরের খাবার খান বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এদিকে গৌরাঙ্গ লাল দাস বলেন, উপস্থিতভাবে যা ছিল তা দিয়েই তিনি (কাদের সিদ্দিকী) দুপুরের খাবার খেয়েছেন। বাংলাদেশের স্বাধীনতায় যার এত বড় অবদান, এর আগে তাকে শুধু নামেই চিনতাম। কিন্তু যখন আমাদের বাড়িতে এসেছেন, আপ্যায়ন গ্রহণ করেছেন আমরা পরিবার-গ্রামবাসী তার প্রতি কৃতজ্ঞ। তিনি সত্যিকার অর্থেই অমায়িক এবং খুব ভালো মনের মানুষ। তাকে আমরা কোনোদিন ভুলবো না।
এদিকে বরিশাল-২ আসনে (বানারীপাড়া-উজিরপুর) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী নকুল কুমার বিশ্বাস। ওইদিন সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় নকুল কুমার বিশ্বাসের নির্মাণাধীন বাড়ির উদ্বোধন করেন কাদের সিদ্দিকী।
নকুল কুমার বিশ্বাস বলেন, আমার পূর্বপুরুষ উজিরপুরের সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় কিছুদিন ছিলেন। এখান থেকে মাদারীপুর গিয়ে বাড়ি করেছেন। তাই পূর্বপুরুষের এলাকা বরিশাল-২ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে মনোনয়ন পেয়েছি।
আমারতো এখানে কিছুই নেই। বামরাইল ইউনিয়নের মুলপাইন গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু সিকদার আমাকে ২১ শতাংশ জমি দান করেছেন। সেই জমিতে ভবন নির্মাণে কাজ শুরু করেছি। রোববার কাজের উদ্বোধন করে গেছেন বঙ্গবীর কাদের সিদিকী। আজ থেকে নির্মাণ কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, বঙ্গবীরের ওইদিনের দুপুরের খাবারের মেন্যু অত্যন্ত সাদামাটা ছিল। গৌরাঙ্গ লাল দাস যা আয়োজন করেছেন তাতেই তিনি তৃপ্তি করে খাবার খেয়েছেন। মেন্যুতে ছিল ডিম ভাজি, আলুর তরকারি ও সাদাভাত।
গতকাল রবিবার ১০ ডিসেম্বর দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় গ্রামের গৌরাঙ্গ লাল দাসের বাড়ির উঠানে পাটি বিছিয়ে দুপুরের খাবার খান বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এদিকে গৌরাঙ্গ লাল দাস বলেন, উপস্থিতভাবে যা ছিল তা দিয়েই তিনি (কাদের সিদ্দিকী) দুপুরের খাবার খেয়েছেন। বাংলাদেশের স্বাধীনতায় যার এত বড় অবদান, এর আগে তাকে শুধু নামেই চিনতাম। কিন্তু যখন আমাদের বাড়িতে এসেছেন, আপ্যায়ন গ্রহণ করেছেন আমরা পরিবার-গ্রামবাসী তার প্রতি কৃতজ্ঞ। তিনি সত্যিকার অর্থেই অমায়িক এবং খুব ভালো মনের মানুষ। তাকে আমরা কোনোদিন ভুলবো না।
এদিকে বরিশাল-২ আসনে (বানারীপাড়া-উজিরপুর) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী নকুল কুমার বিশ্বাস। ওইদিন সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় নকুল কুমার বিশ্বাসের নির্মাণাধীন বাড়ির উদ্বোধন করেন কাদের সিদ্দিকী।
নকুল কুমার বিশ্বাস বলেন, আমার পূর্বপুরুষ উজিরপুরের সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় কিছুদিন ছিলেন। এখান থেকে মাদারীপুর গিয়ে বাড়ি করেছেন। তাই পূর্বপুরুষের এলাকা বরিশাল-২ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে মনোনয়ন পেয়েছি।
আমারতো এখানে কিছুই নেই। বামরাইল ইউনিয়নের মুলপাইন গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু সিকদার আমাকে ২১ শতাংশ জমি দান করেছেন। সেই জমিতে ভবন নির্মাণে কাজ শুরু করেছি। রোববার কাজের উদ্বোধন করে গেছেন বঙ্গবীর কাদের সিদিকী। আজ থেকে নির্মাণ কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, বঙ্গবীরের ওইদিনের দুপুরের খাবারের মেন্যু অত্যন্ত সাদামাটা ছিল। গৌরাঙ্গ লাল দাস যা আয়োজন করেছেন তাতেই তিনি তৃপ্তি করে খাবার খেয়েছেন। মেন্যুতে ছিল ডিম ভাজি, আলুর তরকারি ও সাদাভাত।