আড়তের বাহিরে ঝুলছে ‘পেঁয়াজ নেই’ লেখা একটি বোর্ড। কিন্তু সেই আড়তেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি টিম পেয়েছে ৩৬ বস্তা পেঁয়ার। আর প্রতি বস্তায় ছিল ৪৭-৫০ কেজি পেঁয়াজ। এসব পেঁয়াজ আবার বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকা করে।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারের দুইটি আড়তে অভিযান চালানো হয়েছে। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় মেসার্স বাছামিয়া সওদাগর ও মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া খাতুনগঞ্জ এলাকায় আড়তে মূল্য তালিকা না থাকাসহ নানা অনিয়মের দায়ে মেসার্স মেহের আলী ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও মেসার্স মোহাম্মদ আলি আহম্মদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কোনো আড়তদার ও পাইকারি ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুত কিংবা এসব পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে জেলা প্রশাসন তা জব্দ করতে পারে। আড়ত এবং বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জেল-জরিমানা, পণ্য জব্দ, আড়ৎ-দোকান সিলগালাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারের দুইটি আড়তে অভিযান চালানো হয়েছে। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় মেসার্স বাছামিয়া সওদাগর ও মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া খাতুনগঞ্জ এলাকায় আড়তে মূল্য তালিকা না থাকাসহ নানা অনিয়মের দায়ে মেসার্স মেহের আলী ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও মেসার্স মোহাম্মদ আলি আহম্মদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কোনো আড়তদার ও পাইকারি ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুত কিংবা এসব পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে জেলা প্রশাসন তা জব্দ করতে পারে। আড়ত এবং বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জেল-জরিমানা, পণ্য জব্দ, আড়ৎ-দোকান সিলগালাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।