আজ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্ট চতুর্থ দিনেই শেষ হয়েছে। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের ৪ উইকেটে হারায় কিউইরা। ম্যাচটি শেষ হতেই গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
এ সময় সাংবাদিকদের তিনি বলেছেন, যেকোনো অনিয়ম নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাস্তির পথে হাঁটত, তখন দেশের মানুষ এটাকে গ্রহণ করত না। তাকে দেশের মানুষ শেষ করে দিয়েছে।
তিনি আরও বলেন, ‘যে কাউকে শাস্তি যখনই দিয়েছি, সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। মানুষ চায় না এসব, আমিতো এতদিন তাই জানতাম। কেউ কি আমাদের সাপোর্ট করেছে কখনো, কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেয়ার পরে। আমরা অপেক্ষা করছিলাম। এই জাগরণটা উঠুক।’
এ সময় সাংবাদিকদের তিনি বলেছেন, যেকোনো অনিয়ম নিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাস্তির পথে হাঁটত, তখন দেশের মানুষ এটাকে গ্রহণ করত না। তাকে দেশের মানুষ শেষ করে দিয়েছে।
তিনি আরও বলেন, ‘যে কাউকে শাস্তি যখনই দিয়েছি, সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। মানুষ চায় না এসব, আমিতো এতদিন তাই জানতাম। কেউ কি আমাদের সাপোর্ট করেছে কখনো, কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেয়ার পরে। আমরা অপেক্ষা করছিলাম। এই জাগরণটা উঠুক।’