কারামুক্ত হলেন মাওলানা আমির হামজা

আপলোড সময় : ০৭-১২-২০২৩ ১২:৫০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৩ ১২:৫৪:৫৯ অপরাহ্ন
এবার গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাওলানা আমির হামজা। আজ বৃহস্পতিবার ৭ ডিসেম্বর দুপুর পৌনে ১২টায় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।

তিনি বলেন, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁছানোর পর যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। আজ দুপুর পৌনে ১২টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ২০২১ সালের ২৪ মে আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : মোঃ জুয়েল রানা


অফিস :

৫ম তলা, ১০০/এ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা-১২০৭

ইমেইল : [email protected]

ফোন :  +8802222243049

মোবাইলঃ 01324-414545