উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি’র ৩ নেতাকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গতকাল সোমবার রাত ১০ টার দিকে বড়হর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অপর একজন গ্রেপ্তার হন মঙ্গলবার সকালে। মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া মডেল থানায় এক প্রেসবিফিং-এ উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, বড়হর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় উল্লাপাড়ার বিএনপি দলীয় সাবেক এমপি আকবর আলীর সাবেক পিএস ও বড়হর ইউনিয়ন বিএনপির সদস্য ফরমান আলী (৩৮), বড়হর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মকদম দপ্তরী (৪৫) এবং দুর্গানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মাদ (২৫)।
সহকারী পুলিশ সুপার আরো বলেন, ফরমান আলীর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মোট ৭টি নাশকতা মামলা এবং অপর দুইজনের বিরুদ্ধে ৩টি করে নাশকতার মামলা রয়েছে। এরা গত রোববার রাতে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং তার দুইদিন আগে শ্রীকোলা বাসস্ট্যান্ডে একটি মাইক্রোবাস ভাংচুর করে বলে অভিযোগ রয়েছে। এদেরকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার আরো বলেন, ফরমান আলীর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মোট ৭টি নাশকতা মামলা এবং অপর দুইজনের বিরুদ্ধে ৩টি করে নাশকতার মামলা রয়েছে। এরা গত রোববার রাতে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং তার দুইদিন আগে শ্রীকোলা বাসস্ট্যান্ডে একটি মাইক্রোবাস ভাংচুর করে বলে অভিযোগ রয়েছে। এদেরকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।