টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে সাগরদীঘি-ঘাটাইল সড়কের উপজেলার কামালপুর ফকির মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সাগরদীঘি ইউনিয়নের ইন্দিরাবাইদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২২)।
সাঘরদীঘি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দুলাল আকন্দ জানান, দুই বন্ধু মিলে মোটরসাইকেলযোগে সাগরদীঘি থেকে ঘাটাইল যাচ্ছিল। এসময় তারা কামালপুর ফকির মার্কেটের সামনে এলে অটোরিকশা সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালেই সোহাগ মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পরে উন্নত চিকিৎসার জন্য সবুজকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাদের মরদেহ আইনি প্রক্রিয়াশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতরা হলেন, উপজেলার সাগরদীঘি ইউনিয়নের ইন্দিরাবাইদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২২)।
সাঘরদীঘি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দুলাল আকন্দ জানান, দুই বন্ধু মিলে মোটরসাইকেলযোগে সাগরদীঘি থেকে ঘাটাইল যাচ্ছিল। এসময় তারা কামালপুর ফকির মার্কেটের সামনে এলে অটোরিকশা সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালেই সোহাগ মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পরে উন্নত চিকিৎসার জন্য সবুজকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাদের মরদেহ আইনি প্রক্রিয়াশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।