শাহজালাল বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সংস্কার করলো বার্জার

আপলোড সময় : ০৪-১২-২০২৩ ১০:১৯:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৩ ১০:১৯:৫৯ পূর্বাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সংস্কার শেষে উদ্বোধন হয়েছে ৩০ নভেম্বর।বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সাথে সফল অংশীদারিত্বের মাধ্যমে লাউঞ্জটিকে দেয়া হয়েছে নান্দনিক রূপ।

এ বছরের শুরুর দিকে বিমানবন্দরের দ্বিতীয় তলায় ১০ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সংস্কার করার দায়িত্ব বার্জার পেইন্টসের নতুন এবং পরীক্ষামূলক পরিসেবা, বার্জার ডিজাইন স্টুডিওকে দেয়া হয়। বার্জার ডিজাইন স্টুডিও টিম তাদের কর্মদক্ষতায় এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের বহু বছরের ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপের মাধ্যমে লাউঞ্জটির ইন্টেরিয়রে উদ্ভাবনী এবং নান্দনিক ডিজাইনে ফুটিয়ে তুলেছে বাংলাদেশের সাংস্কৃতিক সমৃদ্ধি। যার ফলে, লাউঞ্জটি আকর্ষণীয় রূপ ধারণের পাশাপাশি সবার জন্য কার্যকর সবরকম সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে সক্ষম।

এক্সিকিউটিভ লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোঃ মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিবিপি, বিএসপি, বিইউপি, এনডিইউ, এএফডব্লিউ, পিএসসি, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি এস.এম. তরিকুল ইসলাম এবং বার্জার পেইন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বলাকা লাউঞ্জের সংস্কার প্রকল্পে বার্জারের সংশ্লিষ্টতা প্রসঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী বলেন, “বিমানবন্দর একটি দেশের প্রবেশদ্বার। তাই আন্তর্জাতিক পর্যটকরা যাতে আমাদের দেশ সম্পর্কে প্রথম দর্শনেই একটা ইতিবাচক ধারণা পায়, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যা আমরা বলাকা লাউঞ্জকে নতুন রূপদানের মাধ্যমে নিশ্চিত করতে সক্ষম হয়েছি।”
  
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মহাব্যবস্থাপক অশ্বনি নায়ারের কণ্ঠে প্রতিধ্বনিত হয় বার্জারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে প্রকল্পের সফল সমাপ্তির আনন্দ। তিনি বলেন, “এই সংস্কার প্রকল্পটি গ্রাহকদেরকে আমাদের কাজের মাধ্যমে আরও ভালো অভিজ্ঞতা দিতে আমাদের দায়বদ্ধতার প্রতিফলন ঘটায়। এছাড়াও লাউঞ্জে আগত আমাদের সম্মানিত অতিথিদের মনে যেন লাউঞ্জের ইন্টেরিয়র ডিজাইন ইতিবাচক প্রভাব সৃষ্টি করে, সেটা নিশ্চিত করাও আমাদের উদ্দেশ্য।”

বার্জার ডিজাইন স্টুডিও চালু হয় ২০২২ সালের ডিসেম্বরে। স্টুডিওটি দেশব্যাপী ইন্টেরিয়র ডিজাইন পরিসেবা ছড়িয়ে দিতে সফলভাবে কাজ করে চলেছে। অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনার এবং আর্কিটেক্টদের সমন্বয়ে গঠিত বার্জার ডিজাইন স্টুডিও সাশ্রয়ী মূল্যে পেশাদারিত্বের সাথে সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন পরিসেবা প্রদান করে থাকে। বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সংস্কার প্রকল্পে বার্জার ডিজাইন স্টুডিও’র অংশ্রগ্রহণ প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : মোঃ জুয়েল রানা


অফিস :

৫ম তলা, ১০০/এ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা-১২০৭

ইমেইল : [email protected]

ফোন :  +8802222243049

মোবাইলঃ 01324-414545