আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: রং মিশিয়ে গরুর মাংস বিক্রির অপরাধে সিরাজগঞ্জে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের মিরপুর ওয়াপদা ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানে রঙের বোতল ও রং মেশানো মাংস পাওয়া যায়। পরে জুলমত আলী ও রেজাউল করিম নামের ওই দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে শহরের বড় বাজারে ওজনে কারচুপি, মূল্য তালিকা নিয়ে তদারকি করা হয়। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানে রঙের বোতল ও রং মেশানো মাংস পাওয়া যায়। পরে জুলমত আলী ও রেজাউল করিম নামের ওই দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে শহরের বড় বাজারে ওজনে কারচুপি, মূল্য তালিকা নিয়ে তদারকি করা হয়। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।