স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বিনোদপুরে ধান উড়ানো মেশিনের পাখাই কেটে আফিয়া জাহান নামের চার বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুকন্যা আলমডাঙ্গা আল আরাফা ক্লিনিকের মালিক নূর মোহাম্মদ টিপুর কন্যা।
প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, আলমডাঙ্গা আল আরাফাহ ক্লিনিকের মালিক নুর মোহাম্মদ টিপুর একটি মাত্র কন্যা। সে বাড়ি থেকে পার্শ্ববর্তী একটা দোকান থেকে বিস্কুট কিনে খেতে খেতে রাস্তায় হাটতে-ছিল। পক্ষান্তরে রাস্তারই পাশে ইঞ্জিন চালিত পাওয়ার টিলার ছাইফেন মেশিনের সাথে পাখা ফ্যান লাগিয়ে ধান উড়াতে ছিল একই গ্রামের মৃত মুনছুর মন্তলের ছেলে আনসার আলী। মুহূর্তের ভিতরে কোন কিছু বুঝে উঠার আগেই পাখার বাতাসে শিশু কন্যাটিকে মেশিনের পাখার ভিতরে টেনে নেয়। মুহূর্তের ভেতর খুলি ও ঘার দ্বিখণ্ডিত হয়ে যায়।
স্থানীয় লোকজন লোকজন উদ্ধার করে আলমডাঙ্গা হাউসপুর হামিদ ডায়গনস্টিক সেন্টারে বাবুল এর ক্লিনিকে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়াই কুষ্টিয়া জেনারেল হসপিটালে রেফার করা হয়। কুষ্টিয়া জেনারেল হসপিটালে বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে শিশু কন্যার মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
নিহত শিশুকন্যা আলমডাঙ্গা আল আরাফা ক্লিনিকের মালিক নূর মোহাম্মদ টিপুর কন্যা।
প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, আলমডাঙ্গা আল আরাফাহ ক্লিনিকের মালিক নুর মোহাম্মদ টিপুর একটি মাত্র কন্যা। সে বাড়ি থেকে পার্শ্ববর্তী একটা দোকান থেকে বিস্কুট কিনে খেতে খেতে রাস্তায় হাটতে-ছিল। পক্ষান্তরে রাস্তারই পাশে ইঞ্জিন চালিত পাওয়ার টিলার ছাইফেন মেশিনের সাথে পাখা ফ্যান লাগিয়ে ধান উড়াতে ছিল একই গ্রামের মৃত মুনছুর মন্তলের ছেলে আনসার আলী। মুহূর্তের ভিতরে কোন কিছু বুঝে উঠার আগেই পাখার বাতাসে শিশু কন্যাটিকে মেশিনের পাখার ভিতরে টেনে নেয়। মুহূর্তের ভেতর খুলি ও ঘার দ্বিখণ্ডিত হয়ে যায়।
স্থানীয় লোকজন লোকজন উদ্ধার করে আলমডাঙ্গা হাউসপুর হামিদ ডায়গনস্টিক সেন্টারে বাবুল এর ক্লিনিকে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়াই কুষ্টিয়া জেনারেল হসপিটালে রেফার করা হয়। কুষ্টিয়া জেনারেল হসপিটালে বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে শিশু কন্যার মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।