চলতি ২০২৩ মৌসুমের সেরা একাদশ ঘোষণা করেছে মেজর লিগ সকার। যেখানে জায়গা হয়নি ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির। গত জুনে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে লিগে মাত্র ৬টি ম্যাচ খেলেন তিনি।
৬ ম্যাচে ১ গোল করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। এমন পারফরম্যান্সে সেরা একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি। অবশ্য লিগে মাত্র ১ গোল করলেও মায়ামির হয়ে সব মিলিয়ে ১১ গোল করেছেন তিনি।
গত মঙ্গলবার ২৮ নভেম্বর এক্সে সেরা একাদশ ঘোষণা করেছে মেজর লিগ সকার। এতে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন লুইস সিটির রোমান বুরকি। ডিফেন্ডার হিসেবে আছেন ম্যাট মিয়াজগা, টিম পারকার, ওয়াকার জিমারম্যান।
চার মিডফিল্ডার হলেন- লুসিয়ানো আকোস্তা, থিয়াগো আলমাডা, হেক্টর হেরেরা ও হ্যানি মুখতার। ফরোয়ার্ড চারজন হলেন- ডেনিস বৌঙ্গা, জিওর্গস জিয়াকোমাকিস ও কুচো হার্নান্দেজ।
মেজর লিগ সকারের মৌসুমসেরা একাদশঃ রোমান বুরকি, ম্যাট মিয়াজগা, টিম পারকার, ওয়াকার জিমারম্যান, লুসিয়ানো আকোস্তা, থিয়াগো আলমাডা, হেক্টর হেরেরা, হ্যানি মুখতার, ডেনিস বৌঙ্গা, জিওর্গস জিয়াকোমাকিস ও কুচো হার্নান্দেজ।
৬ ম্যাচে ১ গোল করেছিলেন আর্জেন্টাইন জাদুকর। এমন পারফরম্যান্সে সেরা একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি। অবশ্য লিগে মাত্র ১ গোল করলেও মায়ামির হয়ে সব মিলিয়ে ১১ গোল করেছেন তিনি।
গত মঙ্গলবার ২৮ নভেম্বর এক্সে সেরা একাদশ ঘোষণা করেছে মেজর লিগ সকার। এতে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন লুইস সিটির রোমান বুরকি। ডিফেন্ডার হিসেবে আছেন ম্যাট মিয়াজগা, টিম পারকার, ওয়াকার জিমারম্যান।
চার মিডফিল্ডার হলেন- লুসিয়ানো আকোস্তা, থিয়াগো আলমাডা, হেক্টর হেরেরা ও হ্যানি মুখতার। ফরোয়ার্ড চারজন হলেন- ডেনিস বৌঙ্গা, জিওর্গস জিয়াকোমাকিস ও কুচো হার্নান্দেজ।
মেজর লিগ সকারের মৌসুমসেরা একাদশঃ রোমান বুরকি, ম্যাট মিয়াজগা, টিম পারকার, ওয়াকার জিমারম্যান, লুসিয়ানো আকোস্তা, থিয়াগো আলমাডা, হেক্টর হেরেরা, হ্যানি মুখতার, ডেনিস বৌঙ্গা, জিওর্গস জিয়াকোমাকিস ও কুচো হার্নান্দেজ।