চিয়ারলিডাররা রঙিন জামাকাপড় পরে মাঠের ধারে দাঁড়িয়ে নিজেদের দলকে অবিরাম সমর্থন দিয়েস যায়। দলের ব্যাটারদের প্রত্যেক চার-ছক্কা কিংবা বোলারদের উইকেটে নাচতে দেখা যায় তাদের। জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলেও এমন দৃশ্য দেখা যায় হরহামেশা। মাঠের ধুন্ধুমার লড়াইয়ের বাইরে আলাদা আবহ তৈরি করে এই চিয়ার্স গার্লরা। তবে এবার চিয়ারলিডারদের কারণেই সমালোচনার মুখে ফ্র্যাঞ্চাইজি ও আইপিএল কর্তৃপক্ষ।
গতকাল (সোমবার) গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের সময়েই দেখা যায়, হাতে কালো স্লিং ব্যাগ বেঁধে পারফর্ম করছেন হায়দরাবাদের এক চিয়ারলিডার। ধারণা করা হচ্ছে, হাতে আঘাত পেয়েছেন ওই চিয়ার্স গার্ল। কিন্তু এমন অবস্থায় তাকে পারফর্ম করতে দেখে ক্ষুব্ধ সমর্থকরা।
কতটা অমানবিক হলে একজন অসুস্থ মানুষকে নাচতে বাধ্য করা যায়, প্রশ্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। এ ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। লজ্জাজনক এই ঘটনার পরে বোর্ড বা ফ্র্যাঞ্চাইজির তরফে যদিও কোনো বিবৃতি দেওয়া হয়নি। এমনকী ঘটনাটি সাজানো নাটক কি না সেটিও জানা যায়নি।
অমানবিক এই ঘটনার প্রতিবাদ করতে একাধিক মিমও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন বলেন, আইপিএল পারফরম্যান্সে এমনিতেই নীচের সারিতে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এবার মানবিকতার দিক থেকেও নীচে নেমে গেল তারা।
আরেকজন বললেন, সানরাইজার্স ব্যাটাররা অবশ্য অসুস্থ চিয়ারলিডারকে খুব বেশি পরিশ্রম করায়নি। কারণ আনন্দে নেচে ওঠার মত কিছুই করেনি হায়দরাবাদ ক্রিকেটাররা।
গতকাল (সোমবার) গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের সময়েই দেখা যায়, হাতে কালো স্লিং ব্যাগ বেঁধে পারফর্ম করছেন হায়দরাবাদের এক চিয়ারলিডার। ধারণা করা হচ্ছে, হাতে আঘাত পেয়েছেন ওই চিয়ার্স গার্ল। কিন্তু এমন অবস্থায় তাকে পারফর্ম করতে দেখে ক্ষুব্ধ সমর্থকরা।
কতটা অমানবিক হলে একজন অসুস্থ মানুষকে নাচতে বাধ্য করা যায়, প্রশ্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। এ ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। লজ্জাজনক এই ঘটনার পরে বোর্ড বা ফ্র্যাঞ্চাইজির তরফে যদিও কোনো বিবৃতি দেওয়া হয়নি। এমনকী ঘটনাটি সাজানো নাটক কি না সেটিও জানা যায়নি।
অমানবিক এই ঘটনার প্রতিবাদ করতে একাধিক মিমও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন বলেন, আইপিএল পারফরম্যান্সে এমনিতেই নীচের সারিতে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এবার মানবিকতার দিক থেকেও নীচে নেমে গেল তারা।
আরেকজন বললেন, সানরাইজার্স ব্যাটাররা অবশ্য অসুস্থ চিয়ারলিডারকে খুব বেশি পরিশ্রম করায়নি। কারণ আনন্দে নেচে ওঠার মত কিছুই করেনি হায়দরাবাদ ক্রিকেটাররা।