আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশে রোগীর চেয়ে রক্তদাতার সংখ্যা কম। প্রয়োজনের সময় রক্তদাতা খুঁজে পেতে কষ্ট পোহাতে হয় প্রচুর। সোমবার (২৭ নভেম্বর ২০২৩) সকাল ১০ টা থেকে নওগাঁ সরকারি কলেজে রক্তদান সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী একটি ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে নওগাঁ ব্লাড সার্কেল, নওগাঁ সরকারি কলেজ শাখা।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল হাসান। তিনি বলেন, "রক্তদান একটি মহৎ কাজ। প্রয়োজনের সময় রক্ত খুঁজে পাওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। আমি আশা রাখবো আমার শিক্ষার্থীরা রক্তদান সহ মানবসেবার মাধ্যমে নিজেদের উন্নত চরিত্র গঠন করবে। রক্তদানের মতো মহৎ কাজে শিক্ষার্থীদের আরো তৎপর হওয়া উচিত।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেশমা পারভীন, প্রাণীবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল ওয়াহেদ আলী এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এসএম মোজাফ্ফর হোসেন।
নওগাঁ ব্লাড সার্কেল, নওগাঁ সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম বলেন, "আমাদের কাছে প্রচুর রক্তের চাহিদা আসে। কিন্তু, আমরা রক্তদাতার অভাবে তা ম্যানেজ করে দিতে পারি না। নতুন রক্তদাতা তৈরির জন্য আমরা এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করেছি।"
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল হাসান। তিনি বলেন, "রক্তদান একটি মহৎ কাজ। প্রয়োজনের সময় রক্ত খুঁজে পাওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। আমি আশা রাখবো আমার শিক্ষার্থীরা রক্তদান সহ মানবসেবার মাধ্যমে নিজেদের উন্নত চরিত্র গঠন করবে। রক্তদানের মতো মহৎ কাজে শিক্ষার্থীদের আরো তৎপর হওয়া উচিত।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেশমা পারভীন, প্রাণীবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল ওয়াহেদ আলী এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এসএম মোজাফ্ফর হোসেন।
নওগাঁ ব্লাড সার্কেল, নওগাঁ সরকারি কলেজ শাখার আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম বলেন, "আমাদের কাছে প্রচুর রক্তের চাহিদা আসে। কিন্তু, আমরা রক্তদাতার অভাবে তা ম্যানেজ করে দিতে পারি না। নতুন রক্তদাতা তৈরির জন্য আমরা এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করেছি।"