বরিশাল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। জানা যায়, শুক্রবার দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিভাগের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়।
রবিবার বিকেলে সকল প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বরিশাল-১ আসনে আবুল হাসনাত আবদুল্লাহ, বরিশাল-২ আসনে তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল- ৩ আসনে সরদার খালিদ হোসেন স্বপন, বরিশাল ৪- আসনে শাম্মি আহমেদ, বরিশাল- ৫ আসনে জাহিদ ফারুক শামীম ও ৬ আসনে হাফিজ মল্লিককে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
সে হিসেবে দলীয় মনোনয়ন থেকে ছিটকে পরলেন বরিশাল-২ আসনের বর্তমান সংসদ সদস্য শাহে আলম ও বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।
এদিকে, বরিশালের ছয়টি আসনে প্রার্থী হওয়ার দৌড়ে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৫৫ জন নেতা। তবে শুক্রবার দলীয় সংসদীয় বোর্ডের সভা শেষ হওয়ার পর থেকেই ছড়িয়ে পড়ে চূড়ান্ত প্রার্থীদের নাম। আজ চূড়ান্তভাবে ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো সকল জল্পনা কল্পনা।
রবিবার বিকেলে সকল প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বরিশাল-১ আসনে আবুল হাসনাত আবদুল্লাহ, বরিশাল-২ আসনে তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল- ৩ আসনে সরদার খালিদ হোসেন স্বপন, বরিশাল ৪- আসনে শাম্মি আহমেদ, বরিশাল- ৫ আসনে জাহিদ ফারুক শামীম ও ৬ আসনে হাফিজ মল্লিককে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
সে হিসেবে দলীয় মনোনয়ন থেকে ছিটকে পরলেন বরিশাল-২ আসনের বর্তমান সংসদ সদস্য শাহে আলম ও বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।
এদিকে, বরিশালের ছয়টি আসনে প্রার্থী হওয়ার দৌড়ে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৫৫ জন নেতা। তবে শুক্রবার দলীয় সংসদীয় বোর্ডের সভা শেষ হওয়ার পর থেকেই ছড়িয়ে পড়ে চূড়ান্ত প্রার্থীদের নাম। আজ চূড়ান্তভাবে ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো সকল জল্পনা কল্পনা।