ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে গত ১৯ নভেম্বর। ভারত জিতলে হয়ত অনেক উন্মাদনা হতো কিন্তু, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ায় তেমন কোনো উৎসব নেই বললেই চলে। অবশ্য বিশ্বকাপ জেতা তো অজিদের কাছে নিয়মিত ব্যাপার বলা চলে।
তবে বিশ্বকাপ হেরে ভারতীয়রা হজম করতে পারছে না, করতে পারার কথাও না। ওদের দেশ থেকে বিশ্বকাপটা একরকম ছিনতাই করে নিয়েছে অজিরা। এসবে যেন উসকে দিয়েছে মিচেল মার্শের একটা ছবি।
সেই ছবিতে দেখা যায় বিশ্বকাপ ট্রফির ওপর দুই পা তুলে দিয়েছেন মার্শ। এ নিয়ে সমালোচনা করেন ভারতের পেসার মোহাম্মদ শামি। শুধু শামিই নন, অনেকেই করেছে সমালোচনা।
এদিকে মার্শের সমালোচনা করে শামি বলেন, ‘আমি কষ্ট পেয়েছি। যে শিরোপার জন্য বিশ্বের সব দল লড়াই করে, যে ট্রফি আপনি মাথার ওপরে তুলে ধরেন, সেই ট্রফির ওপর পা রাখা আপনাকে আনন্দ দিতে পারে না।’
ভারতের সমর্থক পণ্ডিত কেশব নামের এক ব্যক্তি এফআইআর দায়ের করে সেটির একটি কপি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পাঠিয়েছেন। এফআইআরে তিনি দাবি করেছেন, ভারতে মার্শের খেলায় যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়।
অন্যদিকে বিশ্বকাপ শেষ হবার পরেই আবার দ্বিপক্ষীয় ট-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে এই সিরিজে খেলছেন না মার্শ।
তবে বিশ্বকাপ হেরে ভারতীয়রা হজম করতে পারছে না, করতে পারার কথাও না। ওদের দেশ থেকে বিশ্বকাপটা একরকম ছিনতাই করে নিয়েছে অজিরা। এসবে যেন উসকে দিয়েছে মিচেল মার্শের একটা ছবি।
সেই ছবিতে দেখা যায় বিশ্বকাপ ট্রফির ওপর দুই পা তুলে দিয়েছেন মার্শ। এ নিয়ে সমালোচনা করেন ভারতের পেসার মোহাম্মদ শামি। শুধু শামিই নন, অনেকেই করেছে সমালোচনা।
এদিকে মার্শের সমালোচনা করে শামি বলেন, ‘আমি কষ্ট পেয়েছি। যে শিরোপার জন্য বিশ্বের সব দল লড়াই করে, যে ট্রফি আপনি মাথার ওপরে তুলে ধরেন, সেই ট্রফির ওপর পা রাখা আপনাকে আনন্দ দিতে পারে না।’
ভারতের সমর্থক পণ্ডিত কেশব নামের এক ব্যক্তি এফআইআর দায়ের করে সেটির একটি কপি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পাঠিয়েছেন। এফআইআরে তিনি দাবি করেছেন, ভারতে মার্শের খেলায় যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়।
অন্যদিকে বিশ্বকাপ শেষ হবার পরেই আবার দ্বিপক্ষীয় ট-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে এই সিরিজে খেলছেন না মার্শ।