নাটোরে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে ওই ঘটনা ঘটে। আব্দুলপুর রেলস্টেশনের সহকারী মাস্টার জিয়াউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাবর্তপুর থেকে ঢাকাগামী ওই মালবাহী ট্রেনটি দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এরপরই বিকট শব্দে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তবে ঈশ্বরদীতে থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান ওই সহকারী স্টেশন মাস্টার।
তিনি জানান, পাবর্তপুর থেকে ঢাকাগামী ওই মালবাহী ট্রেনটি দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এরপরই বিকট শব্দে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তবে ঈশ্বরদীতে থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান ওই সহকারী স্টেশন মাস্টার।