জনপ্রিয় ফুটবলের পরাশক্তি বলা হয় লাতিন আমেরিকার দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলকে। সেটা হোক সিনিয়র পর্যায় কিংবা অনূর্ধ্ব পর্যায়ের খেলায়। বরাবরই আধিপত্য বিস্তার করে থাকে প্রতিবেশি দুই দেশ। কিন্তু চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ঘটল তার ব্যতিক্রম। হার দিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু হলো আর্জেন্টিনা ও ব্রাজিলের।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ। নিজেদের প্রথম ম্যাচে শনিবার (১১ নভেম্বর) সেনেগালের বিপক্ষে খেলতে নেমেছিল মেসিদের উত্তরসূরিরা। প্রথম ম্যাচেই ধাক্কা খেল তারা। সেনেগালের বিপক্ষে ১-২ গোলে হেরেছে দলটি। একই দিন ব্রাজিল হেরেছে ইরান অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে। এ ২-৩ গোলে হারের ম্যাচটাই এবারের আসরে ব্রাজিলের প্রথম ম্যাচ।
এদিকে আর্জেন্টিনাকে হারানোর ম্যাচে সেনেগালের পক্ষে জোড়া গোল করেন আরা দিউফ। আর্জেন্টিনার একমাত্র গোলটি অগাস্টিন রবার্টোর। ব্রাজিলের বিপক্ষে একটি করে গোল করেন ইরানের ইয়াগোব বারেজেহ, কাসরা তাহেরি ও ইসমাইল সামিয়ান। ব্রাজিলের হয়ে একটি গোল করেন রায়ান, অন্য গোলটি আত্মঘাতী।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ। নিজেদের প্রথম ম্যাচে শনিবার (১১ নভেম্বর) সেনেগালের বিপক্ষে খেলতে নেমেছিল মেসিদের উত্তরসূরিরা। প্রথম ম্যাচেই ধাক্কা খেল তারা। সেনেগালের বিপক্ষে ১-২ গোলে হেরেছে দলটি। একই দিন ব্রাজিল হেরেছে ইরান অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে। এ ২-৩ গোলে হারের ম্যাচটাই এবারের আসরে ব্রাজিলের প্রথম ম্যাচ।
এদিকে আর্জেন্টিনাকে হারানোর ম্যাচে সেনেগালের পক্ষে জোড়া গোল করেন আরা দিউফ। আর্জেন্টিনার একমাত্র গোলটি অগাস্টিন রবার্টোর। ব্রাজিলের বিপক্ষে একটি করে গোল করেন ইরানের ইয়াগোব বারেজেহ, কাসরা তাহেরি ও ইসমাইল সামিয়ান। ব্রাজিলের হয়ে একটি গোল করেন রায়ান, অন্য গোলটি আত্মঘাতী।