আজ বাংলাদেশ পুনেতে অস্ট্রেলিয়ার কাছে হারলেও অন্তত এটা নিশ্চিত করেছে, শ্রীলঙ্কার চেয়ে আর পিছিয়ে পড়ছে না। পুনে থেকে এখন কলকাতায় চোখ রাখতে হচ্ছে বাংলাদেশ দলকে। সেখানে যে এই মুহূর্তে ইংল্যান্ডের ৩৩৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। কলকাতায় আজ পাকিস্তানের এখন আর কিছু পাওয়ার নেই এই ম্যাচ থেকে। সেমিফাইনালের হিসেব-নিকেশ চুকেবুকে গেছে মূলত ইংল্যান্ড আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় থেকেই।
ইংল্যান্ড ব্যাটিংটা করেছেও দুর্দান্ত। বেন স্টোকসের সেঞ্চুরির সম্ভাবনা জাগানো ইনিংস শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে থেমেছে ৮৪ রানে (৭৬ বলে, ১১ চার ও ২ ছক্কায়)। জনি বেয়ারস্টো করেছেন ৫৯ রান, জো রুটও শেষে এসে বুঝিয়েছেন তিনি ব্যাটিংটা একেবারে ভুলে যাননি। ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ কাটানো রুট আজ শেষ পর্যন্ত ৭২ বলে করেছেন ৬০ রান।
শেষ দিকে জস বাটলারের ১৮ বলে ২৭ ও হ্যারি ব্রুকের ১৭ বলে ৩০ রানের সৌজন্যে ইংল্যান্ড ৫০ ওভার শেষ করেছে ৯ উইকেটে ৩৩৭ রান নিয়ে। তাতে বাংলাদেশের দুশ্চিন্তা বেড়েছে আর কী! বাংলাদেশের হার এবং ইংল্যান্ডের ইনিংসের পর সমীকরণ যে দাঁড়িয়েছে এরকম - পাকিস্তান যদি ৩০.৩ ওভারের মধ্যে এই রান পেরিয়ে যেতে পারে, তাহলে রানরেটে ইংল্যান্ড পিছিয়ে পড়বে বাংলাদেশের চেয়ে।
অর্থাৎ, বাংলাদেশ আজ উঠে যাবে পয়েন্ট তালিকার সাত নম্বরে। সে ক্ষেত্রে আগামীকাল নেদারল্যান্ডস যদি অঘটনের চূড়ান্ত দেখিয়ে ভারতকে হারিয়েও দেয়, তাহলেও আর দুশ্চিন্তার কিছু থাকবে না বাংলাদেশের। কিন্তু ৩০.৩ ওভারে ৩৩৭ রান তো আর মামাবাড়ির আবদার নয়! পাকিস্তানের নিজেদেরও কোনো সমীকরণ জড়িয়ে নেই যে এই রানতাড়ায় তারা তেড়েফুঁড়ে নামবে।
আর এই প্রতিবেদন লেখার সময়ে পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। আবদুল্লাহ শফিক ইনিংসের দ্বিতীয় বলেই এলবিডাব্লিউ হয়ে গেছেন কোনো রান করার আগে। তার চেয়েও বড় ধাক্কা লেগেছে তৃতীয় ওভারে, বড় রান তাড়ায় পাকিস্তানের বড় ভরসা ফখর জামানও আউট হয়ে গেছেন ১ রান করে। ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের রান ১১, ক্রিজে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
ইংল্যান্ড ব্যাটিংটা করেছেও দুর্দান্ত। বেন স্টোকসের সেঞ্চুরির সম্ভাবনা জাগানো ইনিংস শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে থেমেছে ৮৪ রানে (৭৬ বলে, ১১ চার ও ২ ছক্কায়)। জনি বেয়ারস্টো করেছেন ৫৯ রান, জো রুটও শেষে এসে বুঝিয়েছেন তিনি ব্যাটিংটা একেবারে ভুলে যাননি। ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ কাটানো রুট আজ শেষ পর্যন্ত ৭২ বলে করেছেন ৬০ রান।
শেষ দিকে জস বাটলারের ১৮ বলে ২৭ ও হ্যারি ব্রুকের ১৭ বলে ৩০ রানের সৌজন্যে ইংল্যান্ড ৫০ ওভার শেষ করেছে ৯ উইকেটে ৩৩৭ রান নিয়ে। তাতে বাংলাদেশের দুশ্চিন্তা বেড়েছে আর কী! বাংলাদেশের হার এবং ইংল্যান্ডের ইনিংসের পর সমীকরণ যে দাঁড়িয়েছে এরকম - পাকিস্তান যদি ৩০.৩ ওভারের মধ্যে এই রান পেরিয়ে যেতে পারে, তাহলে রানরেটে ইংল্যান্ড পিছিয়ে পড়বে বাংলাদেশের চেয়ে।
অর্থাৎ, বাংলাদেশ আজ উঠে যাবে পয়েন্ট তালিকার সাত নম্বরে। সে ক্ষেত্রে আগামীকাল নেদারল্যান্ডস যদি অঘটনের চূড়ান্ত দেখিয়ে ভারতকে হারিয়েও দেয়, তাহলেও আর দুশ্চিন্তার কিছু থাকবে না বাংলাদেশের। কিন্তু ৩০.৩ ওভারে ৩৩৭ রান তো আর মামাবাড়ির আবদার নয়! পাকিস্তানের নিজেদেরও কোনো সমীকরণ জড়িয়ে নেই যে এই রানতাড়ায় তারা তেড়েফুঁড়ে নামবে।
আর এই প্রতিবেদন লেখার সময়ে পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। আবদুল্লাহ শফিক ইনিংসের দ্বিতীয় বলেই এলবিডাব্লিউ হয়ে গেছেন কোনো রান করার আগে। তার চেয়েও বড় ধাক্কা লেগেছে তৃতীয় ওভারে, বড় রান তাড়ায় পাকিস্তানের বড় ভরসা ফখর জামানও আউট হয়ে গেছেন ১ রান করে। ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের রান ১১, ক্রিজে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।