দেশের আলোচিত নায়ক জায়েদ খান। তিনি শিরোনামে থাকেন সবসময়। এবার আলোচনায় এসেছেন নতুন করে। সম্প্রতি একটি প্লাটফর্মের তরফ থেকে তিনি লাইভে আসেন। সেখানে নারীদের নিয়ে অনেক রকম তথ্য দেন তিনি। এবং মজা করে এক একটি গল্প শেয়ার করেন। উত্তরার এক নারী ভক্তকে নিয়ে নায়ক বলেন, ‘সেই ভক্ত তার বিয়ের অনুষ্ঠানের দিন হাতে আমার নাম লেখেন। পরে বর এসে সেই নাম দেখে রাগ করে চলে যায়, বিয়ে করবে না বলে। এরপর ওই ছেলের বন্ধু ফোন করে। আমি বুঝিয়ে বললে তাদের বিয়ে সম্পন্ন হয়।
এরপর আর একজন নারীকে নিয়ে তিনি বলেন, আমার কারণে নাকি ওই মেয়ের (নাম বলা যাবে না) প্রেম ভেঙে যায়। আমি ওই মেয়ের কাছে জানতে চাইলে, সে বলে আমার কারণে কেন? তখন ওই মেয়ে বলল, আপনাকে আমার খুব ভালো লাগে। আমি সারাদিন আপনার ভিডিও দেখি। এটা সহ্য করতে পারেনি আমার বয়ফ্রেন্ড। তাই ব্রেকআপ হয় আমাদের।’
এদিকে জায়েদ খান ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরে ২০০৯ সালে মনতাজুর রহমান আকবরের ‘কাজের মানুষ’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’।
এরপর আর একজন নারীকে নিয়ে তিনি বলেন, আমার কারণে নাকি ওই মেয়ের (নাম বলা যাবে না) প্রেম ভেঙে যায়। আমি ওই মেয়ের কাছে জানতে চাইলে, সে বলে আমার কারণে কেন? তখন ওই মেয়ে বলল, আপনাকে আমার খুব ভালো লাগে। আমি সারাদিন আপনার ভিডিও দেখি। এটা সহ্য করতে পারেনি আমার বয়ফ্রেন্ড। তাই ব্রেকআপ হয় আমাদের।’
এদিকে জায়েদ খান ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরে ২০০৯ সালে মনতাজুর রহমান আকবরের ‘কাজের মানুষ’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’।