বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় একটি কাভার্ড ভ্যান ভাঙচুর ও সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে মুরাদপুরের আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা রাস্তার পাশে থেমে ছিল। অবরোধকারীরা কাভার্ড ভ্যান ভাঙচুর করে এবং অটোরিকশায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তিনি জানান, এদিন সকালে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করা হয়েছে।
এদিকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা রাস্তার পাশে থেমে ছিল। অবরোধকারীরা কাভার্ড ভ্যান ভাঙচুর করে এবং অটোরিকশায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তিনি জানান, এদিন সকালে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করা হয়েছে।