চলতি বিশ্বকাপে একের পর এক ম্যাচ জিতে রীতিমতো উড়ছে ভারত। এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। তবে এই উড়ন্ত যাত্রায় বড় ধাক্কা খেয়েছে দলটি। চোটের কারণে ছিটকে গেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এদিকে গত ১৯ অক্টোবর বাংলাদেশের ইনিংসের নবম ওভারে চোট পান হার্দিক। নিজের প্রথম ওভারে বল করতে এসে তিন বলের বেশি করতে পারেননি। তৃতীয় ডেলিভারিটি করার পর লিটন দাসের স্ট্রেইট ড্রাইভ ঠেকাতে গিয়ে বেকায়দায় পড়ে যান হার্দিক। এতে তার বাম পায়ের গোড়ালি মচকে যায়।
এদিন মাঠেই বেশ কিছুক্ষণ সেবা-শুশ্রূষা দেওয়ার বোলিংয়ের জন্য উঠে দাঁড়িয়েছিলেন হার্দিক। কিন্তু তীব্র ব্যথা অনুভব করায় শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। তখন থেকেই ছিল নানা শঙ্কা। স্ক্যান করানোর পর বিশ্রামের পরামর্শ দেওয়া হয় তাকে। ধারণা করা হয়েছিল সেমি-ফাইনালে ফিরতে পারবেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ছিটকেই গেলেন তিনি।
এদিকে গত ১৯ অক্টোবর বাংলাদেশের ইনিংসের নবম ওভারে চোট পান হার্দিক। নিজের প্রথম ওভারে বল করতে এসে তিন বলের বেশি করতে পারেননি। তৃতীয় ডেলিভারিটি করার পর লিটন দাসের স্ট্রেইট ড্রাইভ ঠেকাতে গিয়ে বেকায়দায় পড়ে যান হার্দিক। এতে তার বাম পায়ের গোড়ালি মচকে যায়।
এদিন মাঠেই বেশ কিছুক্ষণ সেবা-শুশ্রূষা দেওয়ার বোলিংয়ের জন্য উঠে দাঁড়িয়েছিলেন হার্দিক। কিন্তু তীব্র ব্যথা অনুভব করায় শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। তখন থেকেই ছিল নানা শঙ্কা। স্ক্যান করানোর পর বিশ্রামের পরামর্শ দেওয়া হয় তাকে। ধারণা করা হয়েছিল সেমি-ফাইনালে ফিরতে পারবেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ছিটকেই গেলেন তিনি।