এবার সমকামী হওয়ায় এক যুবকের মরদেহ কবর থেকে তুলে প্রকাশ্যে পোড়ানো হয়েছে। এমন ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ সেনাগালে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যুবককে পুড়িয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন চার মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করেছে সেনেগাল পুলিশ। যদিও ওই যুবকের মরদেহ পোড়ানোর সময় ঘটনাস্থলে শত শত মানুষকে দেখা যায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই যুবকের নাম চেইখ ফল (৩১)। তাঁকে গত ২৭ অক্টোবর বিকেলে কাওলাক শহরে শহরে সমাহিত করা হয়।
এদিকে ভুক্তভোগীর পরিবার জানায়, তাঁরা চেইখকে তৌবা শহরের কাছ সমাহিত করতে চেয়েছিলেন। তবে এলাকাটি মুসলিম অধ্যুষিত হওয়ায় সেখানে তাঁকে কবর দেওয়া অনুমতি দেওয়া হয়নি। পরে চেইখকে গোপনে কাছের একটি কবরস্থানে সমাহিত করা হয়। এর ২৪ ঘণ্টা পর চেইখের মরদেহ তুলে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা।
এদিকে সেনেগালের সংবাদপত্র লে কোটিডিয়ান অনুসারে, চেইখের সমকামিতার খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সন্ধ্যায় তাঁর মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় এক বিবৃতিতে লিওনা নিয়াসেন এলাকার প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে।
এতে বলা হয়, যুবককে পুড়িয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন চার মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করেছে সেনেগাল পুলিশ। যদিও ওই যুবকের মরদেহ পোড়ানোর সময় ঘটনাস্থলে শত শত মানুষকে দেখা যায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ওই যুবকের নাম চেইখ ফল (৩১)। তাঁকে গত ২৭ অক্টোবর বিকেলে কাওলাক শহরে শহরে সমাহিত করা হয়।
এদিকে ভুক্তভোগীর পরিবার জানায়, তাঁরা চেইখকে তৌবা শহরের কাছ সমাহিত করতে চেয়েছিলেন। তবে এলাকাটি মুসলিম অধ্যুষিত হওয়ায় সেখানে তাঁকে কবর দেওয়া অনুমতি দেওয়া হয়নি। পরে চেইখকে গোপনে কাছের একটি কবরস্থানে সমাহিত করা হয়। এর ২৪ ঘণ্টা পর চেইখের মরদেহ তুলে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা।
এদিকে সেনেগালের সংবাদপত্র লে কোটিডিয়ান অনুসারে, চেইখের সমকামিতার খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সন্ধ্যায় তাঁর মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় এক বিবৃতিতে লিওনা নিয়াসেন এলাকার প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে।