আজ বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত একটি রডবোঝাই লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ১ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে পৌরসভার পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে লরির চালক ও তার সহকারী। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোঃ নূরুল আলম দুলাল বলেন, সাড়ে তিনটার দিকে আগুনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। এসে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই।
জানা গেছে, পুড়ে যাওয়া লরিটি সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের। এ বিষয়ে তিনি বলেন, জামায়াত-বিএনপি মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য সারা দেশে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে। তবে তাতে কোনো কাজ হবে না। রাস্তায় যানবাহন চলবে।
এ ঘটনায় আহত হয়েছে লরির চালক ও তার সহকারী। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মোঃ নূরুল আলম দুলাল বলেন, সাড়ে তিনটার দিকে আগুনের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। এসে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই।
জানা গেছে, পুড়ে যাওয়া লরিটি সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের। এ বিষয়ে তিনি বলেন, জামায়াত-বিএনপি মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য সারা দেশে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে। তবে তাতে কোনো কাজ হবে না। রাস্তায় যানবাহন চলবে।