এবার অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র সেন্টমার্টিন অতিক্রম করে মিয়ানমারে ঢুকে পড়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। ঝড়ের তোড়ে সেন্টমার্টিন ও টেকনাফে আশ্রয়কেন্দ্রসহ বহু ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতি হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনালের।
আজ রবিবার দুপুর তিনটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন অতিক্রম করে মিয়ানমারের ওপর অবস্থান করছে। সেন্টমার্টিনে বাতাসের সর্বোচ্চ ঘূর্ণন গতি রেকর্ড করা হয়েছে ঘন্টায় ১৪৭ কিলোমিটার।
এদিকে ঝড়ের কেন্দ্র অতিক্রম করে গেলেও ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিনে এখনো ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে বাতাসের ঘূর্ণন চলছে। কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে পাঁচ থেকে সাত ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।
চট্টগ্রাম, সিলেট ও বরিশালে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এরফলে পার্বত্য অঞ্চলে ভূমিধ্বসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রবিবার দুপুর তিনটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন অতিক্রম করে মিয়ানমারের ওপর অবস্থান করছে। সেন্টমার্টিনে বাতাসের সর্বোচ্চ ঘূর্ণন গতি রেকর্ড করা হয়েছে ঘন্টায় ১৪৭ কিলোমিটার।
এদিকে ঝড়ের কেন্দ্র অতিক্রম করে গেলেও ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিনে এখনো ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে বাতাসের ঘূর্ণন চলছে। কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে পাঁচ থেকে সাত ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।
চট্টগ্রাম, সিলেট ও বরিশালে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এরফলে পার্বত্য অঞ্চলে ভূমিধ্বসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।