আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। টাইগার একাদশে এসেছে দুই পরিবর্তন। চেমসফোর্ডে রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরীর হয়েছে অভিষেক।
এর আগের ম্যাচে চট পাওয়া সাকিব আল হাসান ছিটকে গেছেন ৪ সপ্তাহের জন্য। ফলে একটা পরিবর্তন আবশ্যিক ছিল। সাকিবের সাথে আজ একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।
এদিকে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি দেখাচ্ছে না বাংলাদেশের কোনো টেলিভিশন। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে ফ্রিতেই ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ইউটিউবেও সরাসরি দেখা যাবে ম্যাচটি।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
এর আগের ম্যাচে চট পাওয়া সাকিব আল হাসান ছিটকে গেছেন ৪ সপ্তাহের জন্য। ফলে একটা পরিবর্তন আবশ্যিক ছিল। সাকিবের সাথে আজ একাদশ থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।
এদিকে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার সিরিজটি দেখাচ্ছে না বাংলাদেশের কোনো টেলিভিশন। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে ফ্রিতেই ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ইউটিউবেও সরাসরি দেখা যাবে ম্যাচটি।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবাদত হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।