আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক নাশকতার অভিযোগে বিএনপির জামায়াতের ১৩ জন নেতা কর্মীকে আটক করেছে। রবিবার ভোর (২৯ অক্টোবর) ৫:২৫ মিনিটের সময় কালিদাসপুর ইউনিয়নের আসান-নগর গ্রামস্থ আল আমিন সোসাইটি ক্যাডেট মাদ্রাসার ফাঁকা মাঠের মধ্যে থেকে তাদেরকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্র জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা কালিদাসপুর ইউনিয়নের আসান নগর গ্রামস্থ আল আমিন
সোসাইটি ক্যাডেট মাদ্রাসার ফাঁকা মাঠের মধ্যে বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত ২৯ শে অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল উপলক্ষ্যে আলমডাঙ্গা থানা এলাকায় পিকেটিং ও নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলা জেহালা বাজার মোকসেদ আলী ছেলে আমিনুল হক (৫০),কালিদাসপুর ইউনিয়নের শ্রী রামপুর খাল পাড়ার মৃত আওলাদ আলীর ছেলে রব জেল আলী (৬০),একই গ্রামেরমৃত হায়দার আলীর ছেলে আব্দুর রাজ্জাক(৫০),আলমডাঙ্গা শহরের বাবু পাড়ার মৃত কিয়ামুদ্দিনের ছেলে তোফাজ্জল (৫৮),বাঁড়াদি ইউনিয়নেরনতিডাঙ্গা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মামুন হোসেন(৩৩), চিৎতলা ইউনিয়নের মোবারক মালিশার ছেলে নজরুল ইসলাম ঠান্ডু (৫৫), খাস কররা ইউনিয়নের এলাহি বক্সের ছেলে হারুন অর রশিদ (৩৫),একই ইউনিয়নের নগর গ্রামের ওমর আলী ছেলে নজরুল ইসলাম (৫০), তালুক কররা গ্রামের আকবর আলী ছেলে আব্বাস আলী (৩৫),আইল হাস ইউনিয়নে রহাকিমপুর গ্রামের আইজুদ্দিনের ছেলে ফারুক আহম্মেদ (৫৫),, হারদী ইউনিয়নের হারদি গ্রামের কলিমুদ্দিন শেখের ছেলে আঃ সাত্তার (৫৬), নাগদা ইউনিয়নের শিশির্দারি গ্রামের বাবর আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০),জামজামি ইউনিয়নের ও ভোদুয়া গ্রামের সোহরাব শাহ এর ছেলে আলম শাহ (৫৫)কে আটক করেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নাশকতা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্র জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা কালিদাসপুর ইউনিয়নের আসান নগর গ্রামস্থ আল আমিন
সোসাইটি ক্যাডেট মাদ্রাসার ফাঁকা মাঠের মধ্যে বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত ২৯ শে অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল উপলক্ষ্যে আলমডাঙ্গা থানা এলাকায় পিকেটিং ও নাশকতামূলক কার্যকলাপ সংঘটিত সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলা জেহালা বাজার মোকসেদ আলী ছেলে আমিনুল হক (৫০),কালিদাসপুর ইউনিয়নের শ্রী রামপুর খাল পাড়ার মৃত আওলাদ আলীর ছেলে রব জেল আলী (৬০),একই গ্রামেরমৃত হায়দার আলীর ছেলে আব্দুর রাজ্জাক(৫০),আলমডাঙ্গা শহরের বাবু পাড়ার মৃত কিয়ামুদ্দিনের ছেলে তোফাজ্জল (৫৮),বাঁড়াদি ইউনিয়নেরনতিডাঙ্গা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মামুন হোসেন(৩৩), চিৎতলা ইউনিয়নের মোবারক মালিশার ছেলে নজরুল ইসলাম ঠান্ডু (৫৫), খাস কররা ইউনিয়নের এলাহি বক্সের ছেলে হারুন অর রশিদ (৩৫),একই ইউনিয়নের নগর গ্রামের ওমর আলী ছেলে নজরুল ইসলাম (৫০), তালুক কররা গ্রামের আকবর আলী ছেলে আব্বাস আলী (৩৫),আইল হাস ইউনিয়নে রহাকিমপুর গ্রামের আইজুদ্দিনের ছেলে ফারুক আহম্মেদ (৫৫),, হারদী ইউনিয়নের হারদি গ্রামের কলিমুদ্দিন শেখের ছেলে আঃ সাত্তার (৫৬), নাগদা ইউনিয়নের শিশির্দারি গ্রামের বাবর আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০),জামজামি ইউনিয়নের ও ভোদুয়া গ্রামের সোহরাব শাহ এর ছেলে আলম শাহ (৫৫)কে আটক করেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নাশকতা মামলা দায়ের করা হয়েছে।