মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর কাছে আরিচা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
বাসচালক আনোয়ার হোসেন বলেন, বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিনজন বাসে ওঠে। বাসটি তরা ব্রিজ অতিক্রম করলে তারা বাসের যাত্রীদের নামিয়ে দেন।
তাদের সঙ্গে আরও ৮-১০ জন এসে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান। ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার গণমাধ্যমকে বলেন, এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। জেনে পরে জানাব।
বাসচালক আনোয়ার হোসেন বলেন, বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিনজন বাসে ওঠে। বাসটি তরা ব্রিজ অতিক্রম করলে তারা বাসের যাত্রীদের নামিয়ে দেন।
তাদের সঙ্গে আরও ৮-১০ জন এসে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান। ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার গণমাধ্যমকে বলেন, এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। জেনে পরে জানাব।