সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ রোবাবর (২৯ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। তিনি হৃদপিণ্ড ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বিষয়টি নিশ্চিত করে জিনাতুন নেসা তালুকদারের বড় ছেলে মাহমুদ হাসান ফয়সল সাংবাদিকদের জানান, মা দীর্ঘদিন থেকে বিভিন্ন অসুখে ভুগছিলেন। দীর্ঘদিন থেকে মায়ের চিকিৎসাও চলছিল। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ ভোরে মারা যান তিনি।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার রাজশাহী জেলার তৎকালীন বাগমারা-মোহনপুর সংসদীয় আসনের সংসদ সদস্য থেকে ১৯৯৭ সালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অতঃপর মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি নওহাটা ডিগ্রি কলেজে অধ্যাপনা এবং বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখায় নেতৃত্ব দেওয়াসহ বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জিনাতুন নেসা তালুকদারের বড় ছেলে মাহমুদ হাসান ফয়সল সাংবাদিকদের জানান, মা দীর্ঘদিন থেকে বিভিন্ন অসুখে ভুগছিলেন। দীর্ঘদিন থেকে মায়ের চিকিৎসাও চলছিল। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ ভোরে মারা যান তিনি।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার রাজশাহী জেলার তৎকালীন বাগমারা-মোহনপুর সংসদীয় আসনের সংসদ সদস্য থেকে ১৯৯৭ সালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অতঃপর মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি নওহাটা ডিগ্রি কলেজে অধ্যাপনা এবং বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখায় নেতৃত্ব দেওয়াসহ বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন।