আজ রাজধানীর শাজাহানপুরে ফায়ার সার্ভিসের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ২৮ অক্টোবর বিকেলে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। আজ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহাজাদী সুলতানা।
তিনি বলেন, খিলগাঁওয়ে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরবর্তীতে ফায়ারের সার্ভিসের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা।
এ সময় ফায়ার ফাইটারদের মারধর করে গাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের গাড়িটিও আগুন ধরিয়ে দেওয়া হয়।গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, খিলগাঁওয়ে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরবর্তীতে ফায়ারের সার্ভিসের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা।
এ সময় ফায়ার ফাইটারদের মারধর করে গাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের গাড়িটিও আগুন ধরিয়ে দেওয়া হয়।গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।