আগামীকাল ২৯ অক্টোবর বিএনপির ডাকা দেশব্যাপী হরতাল উপেক্ষা করে স্বাভাবিক নিওমে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আগামীকাল ঢাকা শহর ও শহরতলী ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।'
এদিকে এনায়েত উল্যাহ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াত-শিবিরের ডাকা হরতাল নিয়ে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকাস্থ পরিবহন কোম্পানি, রুট মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সব রুটে যান চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ জানিয়েছেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনও সাড়া দেবেন না—ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছেন।' তবে এনায়েত উল্যাহ উল্লেখ করেন, যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল করবে। হরতালের দিন নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান সমিতির নেতারা।
তিনি বলেন, 'আজ নিরাপত্তার অভাবে পর্যাপ্ত পরিবহন চালানো যায়নি। বিএনপির সমাবেশ ঘিরে আগেই জ্বালাও-পোড়াওয়ের আশঙ্কা ছিল। একাধিক বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। এ কারণে মালিক ও শ্রমিকেরা ঝুঁকি নিতে চাননি।
এদিকে এনায়েত উল্যাহ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াত-শিবিরের ডাকা হরতাল নিয়ে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকাস্থ পরিবহন কোম্পানি, রুট মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সব রুটে যান চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ জানিয়েছেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনও সাড়া দেবেন না—ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছেন।' তবে এনায়েত উল্যাহ উল্লেখ করেন, যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল করবে। হরতালের দিন নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান সমিতির নেতারা।
তিনি বলেন, 'আজ নিরাপত্তার অভাবে পর্যাপ্ত পরিবহন চালানো যায়নি। বিএনপির সমাবেশ ঘিরে আগেই জ্বালাও-পোড়াওয়ের আশঙ্কা ছিল। একাধিক বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। এ কারণে মালিক ও শ্রমিকেরা ঝুঁকি নিতে চাননি।