এক সময় শিশুশিল্পী হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। বর্তমানে শোবিজে তিনি বিচরণ করছেন পরিণত অভিনয়শিল্পী হিসেবে। বড়পর্দা ও ওটিটি— দুই মাধ্যমেই কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় দেখা যায় তাকে। এর আগে কয়েকজনের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে দীঘির।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। সাফ জানিয়ে দিলেন, জীবনে কারও প্রেমে পড়েননি। দীঘি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেমের ঘটনা সত্য নয়। এটি ছিল শুধুই রটনা। নায়িকাদের আসলে ঘটনা ঘটা লাগে না, এমনিতেই গুজব ছড়ায়। তবে মিডিয়াতে অনেকে প্রেম করেও অস্বীকার করেন। যখন খবরটির সত্যতা প্রকাশ্যে আসে, তখন অন্যদের প্রেমের সত্যিকারের গুজবও বিশ্বাস করেন না দর্শক। এসব কারণেই আমরা প্রেম না করেও ফাঁসি। হা হা হা...।
তিনি আরও বলেন, যখন হবে, তখন এটি দেখা যাবে। পাঁচ-ছয় বছর পরে বিয়ের চিন্তা। তবে এর মধ্যে যদি প্রেম হয়, তাহলে প্রেমের বিয়ে হতে পারে। আর না হলে পারিবারিক পছন্দেই বিয়ে করে ফেলতে পারি। এ জীবনে এখনো কারও প্রেমে পড়িনি। অনেকে প্রেমে পড়তে চেয়েছেন কিন্তু সাড়া দিতে পারিনি, এটি আমার ব্যর্থতা বলতে পারেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। এতে কৈশোরের রেণু চরিত্রটি করেছেন তিনি। এতে করে বেশ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। সাফ জানিয়ে দিলেন, জীবনে কারও প্রেমে পড়েননি। দীঘি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেমের ঘটনা সত্য নয়। এটি ছিল শুধুই রটনা। নায়িকাদের আসলে ঘটনা ঘটা লাগে না, এমনিতেই গুজব ছড়ায়। তবে মিডিয়াতে অনেকে প্রেম করেও অস্বীকার করেন। যখন খবরটির সত্যতা প্রকাশ্যে আসে, তখন অন্যদের প্রেমের সত্যিকারের গুজবও বিশ্বাস করেন না দর্শক। এসব কারণেই আমরা প্রেম না করেও ফাঁসি। হা হা হা...।
তিনি আরও বলেন, যখন হবে, তখন এটি দেখা যাবে। পাঁচ-ছয় বছর পরে বিয়ের চিন্তা। তবে এর মধ্যে যদি প্রেম হয়, তাহলে প্রেমের বিয়ে হতে পারে। আর না হলে পারিবারিক পছন্দেই বিয়ে করে ফেলতে পারি। এ জীবনে এখনো কারও প্রেমে পড়িনি। অনেকে প্রেমে পড়তে চেয়েছেন কিন্তু সাড়া দিতে পারিনি, এটি আমার ব্যর্থতা বলতে পারেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। এতে কৈশোরের রেণু চরিত্রটি করেছেন তিনি। এতে করে বেশ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী।