আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ফিরোজ কবির (২৮) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তিনি ঘোড়াঘাট পৌর এলাকার দক্ষিণ কাদিমনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে নিজ ঘরে গলায় দড়ি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন বলে জানা-গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফিরোজ দীর্ঘদিন থেকে ঋণগ্রস্ত ছিলেন। এ নিয়ে তার স্ত্রীর সাথে প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যতা চলছিল। এসব কারণে বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে। তার মা ছেলেকে তার নিজ ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ ফারহান তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনি আত্মহত্যা করেছেন। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে নিজ ঘরে গলায় দড়ি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন বলে জানা-গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ফিরোজ দীর্ঘদিন থেকে ঋণগ্রস্ত ছিলেন। এ নিয়ে তার স্ত্রীর সাথে প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যতা চলছিল। এসব কারণে বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে। তার মা ছেলেকে তার নিজ ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ ফারহান তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, পরিবার ও স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তিনি আত্মহত্যা করেছেন। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) হয়েছে।