২৫ বছর রাজনীতি করেও ভালো কোনো পদ পাননি। এজন্য ক্ষোভে এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েছেন এক যুবলীগ নেতা।
তিনি হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান। বুধবার (২৫ অক্টোবর) ঢোলার বাজার এলাকায় কয়েকশ মানুষের সামনে এ ঘটনা ঘটান তিনি।
বাবলুর রহমান ধর্মপুর (ঢোলারহাট বাজার) এলাকার হোসেন আলীর ছেলে।
বাবলুর রহমানের ভাষ্য, ‘প্রায় ২৫ বছর ধরে যুবলীগ করে আসছি। কিন্তু তারপরও দল আমাকে মূল্যায়ন করেনি। তাই আমি এই দল ছেড়ে দিতে চাই। সেইসঙ্গে ঘোষণা দিচ্ছি আমি আর রাজনীতি করবো না। এতদিন রাজনীতি করতে গিয়ে যদি কারও ক্ষতির কারণ হয়ে থাকি তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’
এ বিষয়ে ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মণ বলেন, ‘বাবলুর রহমান একসময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মণ নির্মল বলেন, ‘আগের কমিটি বিলুপ্ত হওয়ার ফলে সে আর বর্তমান কমিটিতে নেই। রাজনীতি ছাড়াটা তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’
তিনি হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান। বুধবার (২৫ অক্টোবর) ঢোলার বাজার এলাকায় কয়েকশ মানুষের সামনে এ ঘটনা ঘটান তিনি।
বাবলুর রহমান ধর্মপুর (ঢোলারহাট বাজার) এলাকার হোসেন আলীর ছেলে।
বাবলুর রহমানের ভাষ্য, ‘প্রায় ২৫ বছর ধরে যুবলীগ করে আসছি। কিন্তু তারপরও দল আমাকে মূল্যায়ন করেনি। তাই আমি এই দল ছেড়ে দিতে চাই। সেইসঙ্গে ঘোষণা দিচ্ছি আমি আর রাজনীতি করবো না। এতদিন রাজনীতি করতে গিয়ে যদি কারও ক্ষতির কারণ হয়ে থাকি তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’
এ বিষয়ে ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মণ বলেন, ‘বাবলুর রহমান একসময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মণ নির্মল বলেন, ‘আগের কমিটি বিলুপ্ত হওয়ার ফলে সে আর বর্তমান কমিটিতে নেই। রাজনীতি ছাড়াটা তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’