এবার ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হামলা বন্ধের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তিন লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে এতে। এক সপ্তাহের ব্যবধানে শনিবার (২১ অক্টোবর) লন্ডনে দ্বিতীয় এ বিক্ষোভ সমাবেশ হয়।
স্থানীয় সময় দুপুরে বিক্ষোভকারীদের র্যালি শুরু হয় সেন্ট্রাল লন্ডনের মারবেল আর্চ এলাকায়। এটি ট্রাফলগার স্কয়ার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে লাখো মানুষের 'ফিলিস্তিন মুক্ত হোক' স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
এ সময় তাদের হাতে ইসরাইলবিরোধী নানা বক্তব্য লেখা সংবলিত প্লেকার্ড ও ফেস্টুন দেখা যায়। বিক্ষোভকারীরা বলেন, ‘গাজায় যে নির্মম গণহত্যা চলছে, তাতে আমাদের সরকার ইসরাইলকে সমর্থন করছে। ইসরাইল আমাদের প্রতিনিধিত্ব করে না। আমরা চাই, ফিলিস্তিন মুক্ত হোক’।
এদিকে বিক্ষোভ সমাবেশ চলাকালে নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়।
স্থানীয় সময় দুপুরে বিক্ষোভকারীদের র্যালি শুরু হয় সেন্ট্রাল লন্ডনের মারবেল আর্চ এলাকায়। এটি ট্রাফলগার স্কয়ার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে লাখো মানুষের 'ফিলিস্তিন মুক্ত হোক' স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
এ সময় তাদের হাতে ইসরাইলবিরোধী নানা বক্তব্য লেখা সংবলিত প্লেকার্ড ও ফেস্টুন দেখা যায়। বিক্ষোভকারীরা বলেন, ‘গাজায় যে নির্মম গণহত্যা চলছে, তাতে আমাদের সরকার ইসরাইলকে সমর্থন করছে। ইসরাইল আমাদের প্রতিনিধিত্ব করে না। আমরা চাই, ফিলিস্তিন মুক্ত হোক’।
এদিকে বিক্ষোভ সমাবেশ চলাকালে নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়।