বাংলাদেশে বছরে ২৪ হাজার ৯৫৪ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে শনিবার (২১ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক এ সময় অভিযোগ করেন, দুর্ঘটনা প্রতিরোধে নির্বাচনী অঙ্গীকার করলেও দৃশ্যমান কার্যক্রম হাতে নেয়নি সরকার। উল্টো চাঁদাবাজিসহ নানা অনিয়মে জড়িয়েছে রাজনৈতিক নেতারা। চালকদের হাতে যেনতেনভাবে লাইসেন্স তুলে দিচ্ছে সরকার। ফিটসেনবিহীন গাড়ি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে ফিটনেস সনদ নিচ্ছে।
যাত্রী কল্যাণ সমিতি আহ্বান জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদনের সময়সীমা ১ মাসের পরিবর্তে ন্যূনতম ১ বছর করার। পাশাপাশি সিসি ক্যামেরা পদ্ধতিতে ই-ট্রাফিকিং প্রসিকিউশন সিস্টেম চালুর দাবি জানায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে শনিবার (২১ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক এ সময় অভিযোগ করেন, দুর্ঘটনা প্রতিরোধে নির্বাচনী অঙ্গীকার করলেও দৃশ্যমান কার্যক্রম হাতে নেয়নি সরকার। উল্টো চাঁদাবাজিসহ নানা অনিয়মে জড়িয়েছে রাজনৈতিক নেতারা। চালকদের হাতে যেনতেনভাবে লাইসেন্স তুলে দিচ্ছে সরকার। ফিটসেনবিহীন গাড়ি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে ফিটনেস সনদ নিচ্ছে।
যাত্রী কল্যাণ সমিতি আহ্বান জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদনের সময়সীমা ১ মাসের পরিবর্তে ন্যূনতম ১ বছর করার। পাশাপাশি সিসি ক্যামেরা পদ্ধতিতে ই-ট্রাফিকিং প্রসিকিউশন সিস্টেম চালুর দাবি জানায়।