দেশসেরা ওপেনার তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। কিন্তু তামিম নিজেই কি খুব ভালো ছন্দে আছেন? বাঁহাতি এই ওপেনারের সামর্থ্য নিয়ে কারো সংশয় নেই। দেশের সেরা ওপেনার নিঃসন্দেহে। কিন্তু তামিমের সাম্প্রতিক ফর্ম, তার জায়গাটা নিয়ে প্রশ্ন এঁকে দিচ্ছে।
এদিকে ওয়ানডেতে সবশেষ তামিম ফিফটি পেয়েছিলেন ৯ ইনিংস আগে। এরপর সাত ইনিংসে দুই অংক পেরোলেও বড় রান করতে পারেননি। আইরিশদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে করলেন ১৪ আর ৭। তামিমের ফর্ম কতটা দুশ্চিন্তার?
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চেমসফোর্ডে সাংবাদিকদের এই প্রশ্নে ঢাল ধরলেন ওয়ানডে অধিনায়কের হয়ে। তার মতে, এসব নিয়ে কথা বললে বরং আরও ক্ষতিই হবে। পাপনের ভাষায়, ‘তামিম আমাদের একজন সেরা ব্যাটার, ওপেনার। এসব (ফর্মে নেই) বলে ওকে আর নার্ভাস কইরেন না।’
পাপন জানান, ওপেনিং আর সাত নম্বর পজিশন নিয়ে তারা ভাবছেন। নাইম শেখ ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেছেন, জাকির হাসানও ভালো করছেন। পাপন বলেন, ‘আমরা দেখছি পজিশনে-ওপেনিংয়ে একজন, আর সাত নম্বরে। অপ্রত্যাশিতভাবে এখনো কাউকে দেখেনি (হাথুরু)। নাইম শেখ পারফর্ম করছে, জাকির আছে। এরকম অনেকেই আছে।’
এদিকে ওয়ানডেতে সবশেষ তামিম ফিফটি পেয়েছিলেন ৯ ইনিংস আগে। এরপর সাত ইনিংসে দুই অংক পেরোলেও বড় রান করতে পারেননি। আইরিশদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে করলেন ১৪ আর ৭। তামিমের ফর্ম কতটা দুশ্চিন্তার?
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চেমসফোর্ডে সাংবাদিকদের এই প্রশ্নে ঢাল ধরলেন ওয়ানডে অধিনায়কের হয়ে। তার মতে, এসব নিয়ে কথা বললে বরং আরও ক্ষতিই হবে। পাপনের ভাষায়, ‘তামিম আমাদের একজন সেরা ব্যাটার, ওপেনার। এসব (ফর্মে নেই) বলে ওকে আর নার্ভাস কইরেন না।’
পাপন জানান, ওপেনিং আর সাত নম্বর পজিশন নিয়ে তারা ভাবছেন। নাইম শেখ ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করেছেন, জাকির হাসানও ভালো করছেন। পাপন বলেন, ‘আমরা দেখছি পজিশনে-ওপেনিংয়ে একজন, আর সাত নম্বরে। অপ্রত্যাশিতভাবে এখনো কাউকে দেখেনি (হাথুরু)। নাইম শেখ পারফর্ম করছে, জাকির আছে। এরকম অনেকেই আছে।’