দুর্গাপূজার ঠিক আগেই বাংলাদেশে দুটি নতুন ডিভাইস নিয়ে এসেছে গ্লোবাল টেক ব্র্যান্ড শাওমি। স্মার্টফোন দুটির মডেল- রেডমি ১২সি এবং রেডমি এটু প্লাস।
রেডমি ১২সি স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টাকোর প্রসেসর। এর ডিসপ্লেটি হলো ৬.৭১ ইঞ্চির একটি এইচডি+ ডিসপ্লে। মূল্যছাড়ের পর স্মার্টফোনটির ৪জিবি+৬৪জিবি মডেল ১১,৯৯৯ টাকায়, ৪জিবি+১২৮জিবি মডেল ১২,৯৯৯ টাকায়, এবং ৬জিবি+১২৮জিবি মডেল ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
এছাড়া সম্প্রতি রেডমি এটু প্লাস নামে নতুন স্মার্টফোন বাজারে এনেছে শাওমি বাংলাদেশ। ফোনটিতে আছে দুটি ভেরিয়েন্টে। সব ধরনের গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ফোন দেয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটি।রেডমি এটু প্লাস এর ৩জিবি+৬৪জিবি মডেলটির দাম ৯,৯৯৯ টাকা এবং ৪জিবি+৬৪জিবি মডেলটির দাম ১০,৯৯৯ টাকা।
শাওমির এই সকল ডিভাইস গ্রাহকদের জন্য এখন পাওয়া যাচ্ছে দেশের অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর এবং অন্যান্য রিটেইল চ্যানেলে।
রেডমি ১২সি স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টাকোর প্রসেসর। এর ডিসপ্লেটি হলো ৬.৭১ ইঞ্চির একটি এইচডি+ ডিসপ্লে। মূল্যছাড়ের পর স্মার্টফোনটির ৪জিবি+৬৪জিবি মডেল ১১,৯৯৯ টাকায়, ৪জিবি+১২৮জিবি মডেল ১২,৯৯৯ টাকায়, এবং ৬জিবি+১২৮জিবি মডেল ১৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
এছাড়া সম্প্রতি রেডমি এটু প্লাস নামে নতুন স্মার্টফোন বাজারে এনেছে শাওমি বাংলাদেশ। ফোনটিতে আছে দুটি ভেরিয়েন্টে। সব ধরনের গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ফোন দেয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটি।রেডমি এটু প্লাস এর ৩জিবি+৬৪জিবি মডেলটির দাম ৯,৯৯৯ টাকা এবং ৪জিবি+৬৪জিবি মডেলটির দাম ১০,৯৯৯ টাকা।
শাওমির এই সকল ডিভাইস গ্রাহকদের জন্য এখন পাওয়া যাচ্ছে দেশের অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর এবং অন্যান্য রিটেইল চ্যানেলে।