এবার একদিনের সফরে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। ২০০২ বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ‘জয় বাংলা’ লেখা জার্সি উপহার দেন। গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করেন তিনি। এদিন বিকালে কলকাতা থেকে ঢাকায় আসেন রোনালদিনহো।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি পূর্বনির্ধারিতই ছিল। সন্ধ্যা সাড়ে ৬টায় এই সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে গণভবনে পৌঁছাতেই পারেননি ব্রাজিলিয়ান কিংবদন্তি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হোটেল রেডিসন থেকে গণভবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
সাক্ষাৎকার অনুষ্ঠানে শেখ হাসিনা রোনালদিনহো বাংলাদেশে আসায় আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।’ বিশ্বকাপজয়ী ফুটবলারের আগমন দেশের ফুটবলে প্রাণের সঞ্চার করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোনালদিনহোও বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও নারী ফুটবলে অবদান সম্পর্কে অবগত আছেন বলে জানান। তিনি এ জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও। কলকাতা সফর শেষে তিনি ঢাকায় আসেন। থাকবেন ৬-৭ ঘণ্টার মতো। ঢাকা থেকেই তিনি ফিরে যাবেন নিজ দেশে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি পূর্বনির্ধারিতই ছিল। সন্ধ্যা সাড়ে ৬টায় এই সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে গণভবনে পৌঁছাতেই পারেননি ব্রাজিলিয়ান কিংবদন্তি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হোটেল রেডিসন থেকে গণভবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
সাক্ষাৎকার অনুষ্ঠানে শেখ হাসিনা রোনালদিনহো বাংলাদেশে আসায় আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।’ বিশ্বকাপজয়ী ফুটবলারের আগমন দেশের ফুটবলে প্রাণের সঞ্চার করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোনালদিনহোও বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও নারী ফুটবলে অবদান সম্পর্কে অবগত আছেন বলে জানান। তিনি এ জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও। কলকাতা সফর শেষে তিনি ঢাকায় আসেন। থাকবেন ৬-৭ ঘণ্টার মতো। ঢাকা থেকেই তিনি ফিরে যাবেন নিজ দেশে।