নিউইয়র্কের ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি উবার চালক রাকিবুল হাসান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় গতকাল সোমবার অনুমানিক রাত ১০.২৫ মিনিটে হাসানের গাড়িসহ তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা যায়, হাসান কুইন্স বাউন্ড বেল্ট পার্কওয়ের পূর্বদিকে টয়োটা প্রিয়াস চালাচ্ছিলেন। তখন পিছন থেকে দ্রুত গতিতে আসা বিএমডাব্লিউর চালক হাসানের গাড়িতে ধাক্কা দেন। এতে হাসানের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় এমএস হাসানকে স্থানীয় লুথারান মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত আরও দুই গাড়ির চালকে নিউয়র্কের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি।
প্রাথমিক তদন্তে জানা যায়, হাসান কুইন্স বাউন্ড বেল্ট পার্কওয়ের পূর্বদিকে টয়োটা প্রিয়াস চালাচ্ছিলেন। তখন পিছন থেকে দ্রুত গতিতে আসা বিএমডাব্লিউর চালক হাসানের গাড়িতে ধাক্কা দেন। এতে হাসানের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় এমএস হাসানকে স্থানীয় লুথারান মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত আরও দুই গাড়ির চালকে নিউয়র্কের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি।