আফগানিস্তানের ক্রিকেটে এমন দিন আর আসেনি। আফগানিস্তান হয়তো আরও অনেক বড় ম্যাচ জিতবে, হয়তো এক সময় ক্রিকেটের পরাশক্তিও হয়ে উঠবে, তবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আফগান ইতিহাস বলবে - ক্রিকেটের বিশ্বমঞ্চে আফগানিস্তান প্রথম কোনো বড় দলকে হারিয়েছে ১৫ অক্টোবর, দিল্লিতে।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আজ আফগানিস্তানের ৬৯ রানের জয় কতটা মহিমা নিয়ে থাকবে, সেটা সম্ভবত এতটুকুতেই বোঝা যায়। তবে ক্রিকেট ছাপিয়ে দেশটার সাম্প্রতিক দুঃসময়ের কথা ভাবলে আজকের জয়টা বুঝি আরও মহিমান্বিত হয়ে ওঠে।
রশিদ খান সেটা জানেন। জয়টা তাই তিনি উৎসর্গ করেছেন কদিন আগে ভয়ংকর ভূমিকম্পে হাজারো প্রাণহানি দেখা আফগানিস্তানের মানুষের জন্য। তবে আফগানিস্তানের মানুষকে দুঃখ ভুলে কিছুটা হাসি এনে দেয়া রশিদরা এমন দিনে ভুলে যাননি প্রচন্ড দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া ফিলিস্তিনের নিরীহ মানুষের কথাও। জয়টা তাঁদের প্রতিও উৎসর্গ করেছেন রশিদ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে রশিদ লিখেছেন, 'আফগানিস্তান ও ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের জন্য এই জয়। অনেক স্মরণীয় হয়ে থাকবে এই ম্যাচটা। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।'
এর আগে ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতেও রশিদের মনে পড়েছে তাঁর দেশের মানুষের কষ্টের কথা। 'আফগানিস্তানের মানুষের জন্য একমাত্র খুশির উপলক্ষই তো ক্রিকেট। সম্প্রতি সেখানে ভয়ংকর এক ভূমিকম্প হয়েছে, অনেকেই সবকিছু হারিয়েছেন সে ভূমিকম্পে। এই জয়টা হয়তো তাঁদের এক মুহুর্তের খুশি এনে দিতে পারে। এই জয়টা তাঁদের জন্য'
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আজ আফগানিস্তানের ৬৯ রানের জয় কতটা মহিমা নিয়ে থাকবে, সেটা সম্ভবত এতটুকুতেই বোঝা যায়। তবে ক্রিকেট ছাপিয়ে দেশটার সাম্প্রতিক দুঃসময়ের কথা ভাবলে আজকের জয়টা বুঝি আরও মহিমান্বিত হয়ে ওঠে।
রশিদ খান সেটা জানেন। জয়টা তাই তিনি উৎসর্গ করেছেন কদিন আগে ভয়ংকর ভূমিকম্পে হাজারো প্রাণহানি দেখা আফগানিস্তানের মানুষের জন্য। তবে আফগানিস্তানের মানুষকে দুঃখ ভুলে কিছুটা হাসি এনে দেয়া রশিদরা এমন দিনে ভুলে যাননি প্রচন্ড দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া ফিলিস্তিনের নিরীহ মানুষের কথাও। জয়টা তাঁদের প্রতিও উৎসর্গ করেছেন রশিদ।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে রশিদ লিখেছেন, 'আফগানিস্তান ও ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের জন্য এই জয়। অনেক স্মরণীয় হয়ে থাকবে এই ম্যাচটা। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।'
এর আগে ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতেও রশিদের মনে পড়েছে তাঁর দেশের মানুষের কষ্টের কথা। 'আফগানিস্তানের মানুষের জন্য একমাত্র খুশির উপলক্ষই তো ক্রিকেট। সম্প্রতি সেখানে ভয়ংকর এক ভূমিকম্প হয়েছে, অনেকেই সবকিছু হারিয়েছেন সে ভূমিকম্পে। এই জয়টা হয়তো তাঁদের এক মুহুর্তের খুশি এনে দিতে পারে। এই জয়টা তাঁদের জন্য'